বিষয়বস্তুতে চলুন

রাম নারায়ণ গোস্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম নারায়ণ গোস্বামী
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
২২ অক্টোবর ১৯৮৬ – ১৮ আগস্ট ১৯৯৯
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৮২ – ১৯৮৭
পূর্বসূরীDwarakanath Ta
উত্তরসূরীবিনয় চৌধুরী
সংসদীয় এলাকাবর্ধমান উত্তর
Assistant of Hare Krishna Konar
কাজের মেয়াদ
1967–1974
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

রাম নারায়ণ গোস্বামী (মৃত্যু ৯ ফেব্রুয়ারি ২০১০ বর্ধমানে) ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং কৃষক নেতা। গোস্বামী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ১৯৮২-১৯৮৩ মন্ত্রী ছিলেন।[]

গোস্বামী পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন, বিভিন্ন প্রচারাভিযানের নেতৃত্ব দেন এবং তার রাজনৈতিক সক্রিয়তার জন্য জেলে যান।[]

তিনি হরে কৃষ্ণ কোনারের সহকারী ছিলেন যখন কোনার ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। গোস্বামী ১৯৮৯ এবং ১৯৯২ সালে সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ সভার দুইবার সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।[]

তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় (১৯৭৭ এবং ১৯৮২) দুবার এবং রাজ্যসভায় (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) তিনবার নির্বাচিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "October 11, 2009"pd.cpim.org। ২০১১-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।