রামগঞ্জ
| রামগঞ্জ শহর | |
|---|---|
| শহর | |
| বাংলাদেশে রামগঞ্জ শহরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°০৬′০০″ উত্তর ৯০°৫১′৪৬″ পূর্ব / ২৩.১০০১১৯° উত্তর ৯০.৮৬২৭৪৭° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | লক্ষ্মীপুর জেলা |
| উপজেলা | রামগঞ্জ উপজেলা |
| পৌর শহর | ১৯৯১ |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | রামগঞ্জ পৌরসভা |
| আয়তন | |
| • মোট | ২৬.১৬ বর্গকিমি (১০.১০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১,০০,০২০ |
| • জনঘনত্ব | ৩,৮০০/বর্গকিমি (৯,৯০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
রামগঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শহর ও বৃহৎ বাণিজ্য কেন্দ্র। এটি লক্ষ্মীপুর জেলার দ্বিতীয় বৃহত্তম ও দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। প্রশাসনিকভাবে শহরটি রামগঞ্জ উপজেলার সদর। শহরটি রামগঞ্জ উপজেলার বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র।
আয়তন
[সম্পাদনা]রামগঞ্জ শহরের মোট আয়তন হলো ২৬.১৬ বর্গ কিলোমিটার বা ১০.১০ বর্গ মাইল।
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশ আদমশুমারী ২০২২ অনুযায়ী রামগঞ্জ শহরের মোট জনসংখ্যা ১,০০০২০ জন যার মধ্যে ৫২% জন পুরুষ এবং ৪৮% জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৬। [১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°০৬′০০″ উত্তর ৯০°৫১′৪৬″ পূর্ব / ২৩.১০০১১৯° উত্তর ৯০.৮৬২৭৪৭° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৯.৪৭ মিটার।[২]
প্রশাসন
[সম্পাদনা]১৯৯১ সালে রামগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে রামগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয়, এটি একটি ক শ্রেণীর পৌরসভা, যা ৯টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত । ২৬.১৬ বর্গ কি.মি. আয়তনের রামগঞ্জ শহর এলাকাটি রামগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা ব্যবস্থায় রামগঞ্জ শহর মোটামুটি ভালো অবস্থানে আছে, রামগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৭৬.৪ শতাংশ। রামগঞ্জ শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:
- রামগঞ্জ সরকারি কলেজ,
- রামগঞ্জ মডেল কলেজ,
- রব্বানিয়া কামিল মাদ্রাসা,
- মোহাম্মদী কমপ্লেক্স হাফিজিয়া দাখিল মাদ্রাসা,
- সোনাপুর দারুল উলুম ফালাহ দাখিল মাদ্রাসা,
- রামগঞ্জ বেসরকারি উচ্চ বিদ্যালয়,
- মধুপুর সরকারি উচ্চ বিদ্যালয়,
- রামগঞ্জ গার্লস স্কুল,
- রামগঞ্জ মহিলা আলিম মাদ্রাসা,
- নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা,
- দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা।
স্বাস্থ্য ব্যবস্থা
[সম্পাদনা]রামগঞ্জ শহরে একটি ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ছোট বড় আরো ২০ টি ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে রামগঞ্জ শহর গামি বাস গুলোর মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়।
অর্থনৈতিক
[সম্পাদনা]রামগঞ্জের মুলত কৃষি প্রধান একটি অঞ্চল, কৃষি প্রধান ফসল গুলো হলো ধান পাট ও নারকেল সুপারি, কিন্তু রামগঞ্জ শহরের অর্থনৈতি স্থানীয় ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প, শিক্ষা সেবা খাতের উপর নির্ভরশীল,
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রামগঞ্জ উপজেলা সদর,
- রামগঞ্জ শিশু পার্ক,
- রামগঞ্জ মডেল মসজিদ,
- জিয়া শপিং কমপ্লেক্স,
- ঐতিহ্য সোনাপুর বাজার,
- ঐতিহ্য বেড়িবাঁধ,
- ঐতিহ্য ওয়াপদার খাল,
- রামগঞ্জ সরকারি কলেজ,
- রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- সাবেক প্রতিমন্ত্রী জিয়া উল হক জিয়া,
- মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারী,
- পীরজাদা হযরত মাওলানা নাজমুল হক আকন্দ,
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৯৬। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ "latitude, longitude and elevation of Raipur, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ "এক নজরে রামগঞ্জ পৌরসভা"। ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।