বিষয়বস্তুতে চলুন

রামগঞ্জ

রামগঞ্জ শহর
শহর
রামগঞ্জ শহর বাংলাদেশ-এ অবস্থিত
রামগঞ্জ শহর
রামগঞ্জ শহর
বাংলাদেশে রামগঞ্জ শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০৬′০০″ উত্তর ৯০°৫১′৪৬″ পূর্ব / ২৩.১০০১১৯° উত্তর ৯০.৮৬২৭৪৭° পূর্ব / 23.100119; 90.862747
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলারামগঞ্জ উপজেলা
পৌর শহর১৯৯১
সরকার
  ধরনপৌরসভা
  শাসকরামগঞ্জ পৌরসভা
আয়তন
  মোট২৬.১৬ বর্গকিমি (১০.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট১,০০,০২০
  জনঘনত্ব৩,৮০০/বর্গকিমি (৯,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

রামগঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শহর ও বৃহৎ বাণিজ্য কেন্দ্র। এটি লক্ষ্মীপুর জেলার দ্বিতীয় বৃহত্তম ও দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। প্রশাসনিকভাবে শহরটি রামগঞ্জ উপজেলার সদর। শহরটি রামগঞ্জ উপজেলার বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র।

আয়তন

[সম্পাদনা]

রামগঞ্জ শহরের মোট আয়তন হলো ২৬.১৬ বর্গ কিলোমিটার বা ১০.১০ বর্গ মাইল।

জনসংখ্যা

[সম্পাদনা]

বাংলাদেশ আদমশুমারী ২০২২ অনুযায়ী রামগঞ্জ শহরের মোট জনসংখ্যা ১,০০০২০ জন যার মধ্যে ৫২% জন পুরুষ এবং ৪৮% জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৬। []

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°০৬′০০″ উত্তর ৯০°৫১′৪৬″ পূর্ব / ২৩.১০০১১৯° উত্তর ৯০.৮৬২৭৪৭° পূর্ব / 23.100119; 90.862747। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৯.৪৭ মিটার[]

প্রশাসন

[সম্পাদনা]

১৯৯১ সালে রামগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে রামগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয়, এটি একটি ক শ্রেণীর পৌরসভা, যা ৯টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত । ২৬.১৬ বর্গ কি.মি. আয়তনের রামগঞ্জ শহর এলাকাটি রামগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

শিক্ষা ব্যবস্থায় রামগঞ্জ শহর মোটামুটি ভালো অবস্থানে আছে, রামগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৭৬.৪ শতাংশ। রামগঞ্জ শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:

  • রামগঞ্জ সরকারি কলেজ,
  • রামগঞ্জ মডেল কলেজ,
  • রব্বানিয়া কামিল মাদ্রাসা,
  • মোহাম্মদী কমপ্লেক্স হাফিজিয়া দাখিল মাদ্রাসা,
  • সোনাপুর দারুল উলুম ফালাহ দাখিল মাদ্রাসা,
  • রামগঞ্জ বেসরকারি উচ্চ বিদ্যালয়,
  • মধুপুর সরকারি উচ্চ বিদ্যালয়,
  • রামগঞ্জ গার্লস স্কুল,
  • রামগঞ্জ মহিলা আলিম মাদ্রাসা,
  • নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা,
  • দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা।

স্বাস্থ্য ব্যবস্থা

[সম্পাদনা]

রামগঞ্জ শহরে একটি ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ছোট বড় আরো ২০ টি ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে রামগঞ্জ শহর গামি বাস গুলোর মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়।

অর্থনৈতিক

[সম্পাদনা]

রামগঞ্জের মুলত কৃষি প্রধান একটি অঞ্চল, কৃষি প্রধান ফসল গুলো হলো ধান পাট ও নারকেল সুপারি, কিন্তু রামগঞ্জ শহরের অর্থনৈতি স্থানীয় ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প, শিক্ষা সেবা খাতের উপর নির্ভরশীল,

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • রামগঞ্জ উপজেলা সদর,
  • রামগঞ্জ শিশু পার্ক,
  • রামগঞ্জ মডেল মসজিদ,
  • জিয়া শপিং কমপ্লেক্স,
  • ঐতিহ্য সোনাপুর বাজার,
  • ঐতিহ্য বেড়িবাঁধ,
  • ঐতিহ্য ওয়াপদার খাল,
  • রামগঞ্জ সরকারি কলেজ,
  • রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • সাবেক প্রতিমন্ত্রী জিয়া উল হক জিয়া,
  • মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারী,
  • পীরজাদা হযরত মাওলানা নাজমুল হক আকন্দ,

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৯৬। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০
  2. "latitude, longitude and elevation of Raipur, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০
  3. "এক নজরে রামগঞ্জ পৌরসভা"। ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০