রাখি বন্ধন (টেলিভিশন ধারাবাহিক)
অবয়ব
| রাখি বন্ধন | |
|---|---|
ধারাবাহিকটির শিরোনাম কার্ড | |
| ধরন | নাটক হাস্যরসাত্মক |
| নির্মাতা | ব্লুজ প্রডাকশন |
| লেখক | স্নেহাশিস চক্রবর্তী |
| পরিচালক | বিদ্যুৎ সাহা |
| শ্রেষ্ঠাংশে | কৃত্তিকা সোহম শ্রাবনী ভূনীয়া শুভ্রজীৎ সাহা রীতা কয়রাল শুভাশিষ মুখোপাধ্যায় |
| প্রারম্ভিক সঙ্গীত | রাখি বন্ধন জয় এবং তৃষা কর্তৃক |
| সুরকার | স্নেহাশিস চক্রবর্তী |
| দেশ | ভারত |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ১ |
| পর্বের সংখ্যা | ৭৮৭ |
| নির্মাণ | |
| প্রযোজক | স্নেহাশিস |
| নির্মাণ স্থান | কলকাতা |
| স্থিতিকাল | ২২ মিনিট |
| নির্মাণ প্রতিষ্ঠান | ব্লুজ প্রডাকসন |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | স্টার জলসা |
| মুক্তি | ২৮ নভেম্বর ২০১৬ – ৩ ফেব্রুয়ারি ২০১৯ |
রাখি বন্ধন একটি ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক (সোপ অপেরা), যা ২৮ নভেম্বর ২০১৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত স্টার জলসায় সম্প্রচারিত হতো। এটি ব্লুজ প্রডাকসন এর দ্বারা নির্মিত। কৃত্তিকা চক্রবর্তী এবং সোহম রায়চৌধুরী এর কেন্দ্রীয় চরিত্রে এবং রীতা কয়রাল প্রবীর ধর প্রধান বিরোধী চরিত্রে অভিনয় করেছেন।
কাহিনী
[সম্পাদনা]নাটকটি রাখি এবং বন্ধনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । তারা দুই ভাইবোন, বাল্যকালেই তাদের বাবা মা সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেন। এই মৃত্যুর পর তারা তাদের জেঠির কাছে বড় হতে থাকে। কিন্তু তাদের জেঠি ভালো কিছু করা সহ্য করতে পারেনা। তাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সব রকম পরিকল্পনা করে জেঠি। তারা কীভাবে জেঠির নির্যাতন থেকে নিজেদের রক্ষা করবে এবং বস্তির মানুষদের সুখে দুখে পাশে দাঁড়াবে সেটিকে কেন্দ্র করেই এই কাহিনী।
চরিত্র
[সম্পাদনা]- শুভ্রজিত সাহা - বন্ধন চ্যাটার্জী(বড়)
- শ্রাবণী ভুনিয়া - রাখি চ্যাটার্জী(বড়)
- রিতা কৈরাল / চৈতালি চক্রবর্তী - জ্যেঠি/মলিনা চ্যাটার্জী
- শুভাশীষ মুখার্জী - জেঠু/অমরেশ চ্যাটার্জী
- ইন্দিরা ঘোষ - চম্পা চামেলি দাস
- "কৌশল চক্রবর্তী - সব্যসাচী"
- "অদিতি চ্যাটার্জী - রিখিয়া"
- পিয়ালী বসু -রাখি আর বন্ধনের মা
- প্রদীপ ধর -মদন
- অর্পিতা দত্ত চৌধুরী - দময়ন্তী
- গৌরব ঘোষাল- নীল
- মৌমিতা চক্রবর্তী- জগৎজননী
- অমিতাভ ভট্টাচার্য-ডাক্তার বাবু