রাখি বন্ধন (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রাখি বন্ধন (টিভি ধারাবাহিক) থেকে পুনর্নির্দেশিত)
রাখি বন্ধন
ধরননাটক
হাস্যরসাত্মক
নির্মাতাব্লুজ প্রডাকশন
লেখকস্নেহাশিস চক্রবর্তী
পরিচালকবিদ্যুৎ সাহা
অভিনয়েকৃত্তিকা
সোহম
রীতা কয়রাল
সুভাশীষ মূখার্জী
উদ্বোধনী সঙ্গীতরাখি বন্ধন জয় এবং তৃষা কর্তৃক
সুরকারস্নেহাশিস চক্রবর্তী
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১০০
নির্মাণ
প্রযোজকস্নেহাশিস
নির্মাণের স্থানকলকাতা
ব্যাপ্তিকাল২২ মিনিট
নির্মাণ কোম্পানিব্লুজ প্রডাকসন
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার জলসা
ছবির ফরম্যাট৫৭৬i এসডি টিভি
১০৮০i এইচডি টিভি
মূল মুক্তির তারিখ২৮/১১/২০১৬ –
বর্তমান
বহিঃসংযোগ
হটস্টারে রাখি বন্ধন

রাখি বন্ধন(হিন্দি: रक्षाबंधन); একটি বাংলা টেলিভিশন সিরিয়াল (সোপ অপেরা) ২৮ নভেম্বর ২০১৬ তারিখে স্টার জলসা এ প্রদর্শনী শুরু করে। এটি ব্লুজ প্রডাকসন এর দ্বারা নির্মিত। কৃত্তিকা চক্রবর্তী এবং সোহম রায়চৌধুরী এর কেন্দ্রীয় চরিত্রে এবং রীতা কয়রাল প্রধান বিরোধী চরিত্রে অভিনয় করেছেন ।

কাহিনী[সম্পাদনা]

নাটকটি রাখি এবং বন্ধনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । তারা দুই ভাইবোন, বাল্যকালেই তাদের বাবা মা সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেন। এই মৃত্যুর পর তারা তাদের জেঠির কাছে বড় হতে থাকে। কিন্তু তাদের জেঠি ভালো কিছু করা সহ্য করতে পারেনা। তাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সব রকম পরিকল্পনা করে জেঠি। তারা কীভাবে জেঠির নির্যাতন থেকে নিজেদের রক্ষা করবে এবং বস্তির মানুষদের সুখে দুখে পাশে দাঁড়াবে সেটিকে কেন্দ্র করেই এই কাহিনী।

চরিত্র[সম্পাদনা]

  • শুভ্রজিত সাহা - বন্ধন চ্যাটার্জী(বড়)
  • শ্রাবণী ভুনিয়া - রাখি চ্যাটার্জী(বড়)
  • রিতা কৈরাল / চৈতালি চক্রবর্তী - জ্যেঠি/মলিনা চ্যাটার্জী
  • শুভাশীষ মুখার্জী - জেঠু/অমরেশ চ্যাটার্জী
  • ইন্দিরা ঘোষ - চম্পা চামেলি দাস
  • "কৌশল চক্রবর্তী - সব্যসাচী"
  • "অদিতি চ্যাটার্জী - রিখিয়া"
  • পিয়ালী বসু -রাখি আর বন্ধনের মা
  • প্রদীপ ধর -মদন
  • অর্পিতা দত্ত চৌধুরী - দময়ন্তী
  • গৌরব ঘোষাল- নীল
  • মৌমিতা চক্রবর্তী- জগৎজননী
  • অমিতাভ ভট্টাচার্য-ডাক্তার বাবু

তথ্যসূত্র[সম্পাদনা]