রমেন্দ্র নাথ বিশ্বাস
রমেন্দ্র নাথ বিশ্বাস | |
---|---|
রেক্টর, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র | |
কাজের মেয়াদ ২ জানুয়ারি ২০২২ – ৩১ ডিসেম্বর ২০২২ | |
পূর্বসূরী | মনজুর হোসেন |
উত্তরসূরী | আশরাফ উদ্দিন |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
রমেন্দ্র নাথ বিশ্বাস বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]রমেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশ ও বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]রমেন্দ্র নাথ বিশ্বাস বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সরকারি আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন প্রভৃতি ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।[৩][৪]
২০২০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য নিযুক্ত হন।[৫] ২০২২ খ্রিষ্টাব্দের ২রা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পরিকল্পনা কমিশনে নতুন সদস্য, একজনকে বদলি"। ঢাকা পোস্ট। ৬ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব পদে বড় রদবদল"। সমকাল। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "রমেন্দ্র নাথ বিশ্বাসের জীবনবৃত্তান্ত"। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব হলেন ৪ কর্মকর্তা"। নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব হলেন ৫ অতিরিক্ত সচিব"। রাইজিংবিডি.কম। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "সচিব পর্যায়ে বড় পরিবর্তন"। প্রথম আলো। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "সাবেক রেক্টর"। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।