মনজুর হোসেন (সচিব)
মনজুর হোসেন | |
---|---|
সচিব, সেতু বিভাগ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জানুয়ারি ২০২২ | |
পূর্বসূরী | আবু বকর ছিদ্দীক |
রেক্টর, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র | |
কাজের মেয়াদ ২৫ মে ২০২১ – ২ জানুয়ারি ২০২২[১] | |
পূর্বসূরী | রকিব হোসেন |
উত্তরসূরী | রমেন্দ্র নাথ বিশ্বাস |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
মনজুর হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) ছিলেন।[২] বর্তমানে তিনি সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩]
শিক্ষাজীবন
[সম্পাদনা]মনজুর ১৯৯০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে লোকপ্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং রাষ্ট্রপতির কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ)-এর সেক্রেটারি/ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে তার দক্ষতা রয়েছে। মানবসম্পদ বিশেষজ্ঞ হিসেবে তিনি লিয়েনে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।[৪] তিনি ২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে সচিব পদে পদোন্নতি লাভ করেন ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিযুক্ত হন।[৫] ২০২২ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাবেক রেক্টর"। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিপিএটিসি রেক্টর হলেন মনজুর হোসেন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ "উচ্চশিক্ষা, জ্বালানি, সেতু বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব"। জাগোনিউজ২৪.কম। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "মো. মনজুর হোসেনের জীবন বৃত্তান্ত" (পিডিএফ)। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিপিএটিসির রেক্টর হলেন মনজুর হোসেন"। ঢাকা পোস্ট। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ "মো. মনজুর হোসেন, সচিব, সেতু বিভাগ-এর জীবন বৃত্তান্ত"। সেতু বিভাগ। ২২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।
- ↑ "শিক্ষা-কৃষি ও জ্বালানিসহ পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব"। ঢাকাটাইমস। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।