বিষয়বস্তুতে চলুন

মনজুর হোসেন (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনজুর হোসেন
সচিব, সেতু বিভাগ
কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০২২ – ১৮ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীআবু বকর ছিদ্দীক
উত্তরসূরীফাহিমুল ইসলাম
রেক্টর, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
কাজের মেয়াদ
২৫ মে ২০২১ – ২ জানুয়ারি ২০২২[]
পূর্বসূরীরকিব হোসেন
উত্তরসূরীরমেন্দ্র নাথ বিশ্বাস
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

মনজুর হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) ছিলেন।[] সর্বশেষ তিনি সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

মনজুর ১৯৯০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে লোকপ্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং রাষ্ট্রপতির কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ)-এর সেক্রেটারি/ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে তার দক্ষতা রয়েছে। মানবসম্পদ বিশেষজ্ঞ হিসেবে তিনি লিয়েনে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।[] তিনি ২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে সচিব পদে পদোন্নতি লাভ করেন ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিযুক্ত হন।[] ২০২২ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।[][]

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাবেক রেক্টর"বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  2. "বিপিএটিসি রেক্টর হলেন মনজুর হোসেন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  3. "উচ্চশিক্ষা, জ্বালানি, সেতু বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব"জাগোনিউজ২৪.কম। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  4. "মো. মনজুর হোসেনের জীবন বৃত্তান্ত" (পিডিএফ)বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  5. "বিপিএটিসির রেক্টর হলেন মনজুর হোসেন"ঢাকা পোস্ট। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  6. "মো. মনজুর হোসেন, সচিব, সেতু বিভাগ-এর জীবন বৃত্তান্ত"সেতু বিভাগ। ২২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  7. "শিক্ষা-কৃষি ও জ্বালানিসহ পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব"ঢাকাটাইমস। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  8. "সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ওএসডি"দৈনিক প্রথম আলো। ২০২৪-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-২৬