রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, ভোপাল
অবয়ব
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১০ |
আচার্য | সন্তোষ চৌবে |
উপাচার্য | অশোক কুমার গোয়াল |
শিক্ষার্থী | ৫০০০+ |
স্নাতক | ৪০০০+ |
স্নাতকোত্তর | ১০০০+ |
৩০+ | |
অবস্থান | মেন্দুয়া গ্রাম, রাইসেন জেলার , , ২৩°০৮′০৩″ উত্তর ৭৭°৩৩′৫১″ পূর্ব / ২৩.১৩৪২৭৩° উত্তর ৭৭.৫৬৪৩০৫° পূর্ব |
পোশাকের রঙ | অরেঞ্জ, ব্লু, রেড |
সংক্ষিপ্ত নাম | আরএনটিইউ |
অধিভুক্তি | ইউজিসি |
ওয়েবসাইট | rntu |
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যপ্রদেশের রাইসেন জেলার মেন্ডুয়া গ্রামে "অল ইন্ডিয়া সোসাইটি ফর ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি" দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১][২] বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন এবং মধ্যপ্রদেশ রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। এটি ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, বিজ্ঞান, কলা, বাণিজ্য, শিক্ষা, প্যারামেডিক্যাল ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণা স্তরে একাডেমিক প্রোগ্রাম পরিচালনা করে।
পুরস্কার ও স্বীকৃতি
[সম্পাদনা]বিশ্বশিক্ষা সম্মেলন পুরস্কার ২০১৩-এ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় "ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং" বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Private University Madhya Pradesh"। UGC। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪।
- ↑ "Private varsities demand parity with govt universities"। The Times of India। ১০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪।
- ↑ "Campus Capsule"। The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৪-২৯। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০১।