রায়সেন জেলা
রায়সেন জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
![]() মধ্যপ্রদেশে রায়সেন জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | ভোপাল |
সদর দপ্তর | রায়সেন |
তহশিল | ১০ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | (বিদিশা) (Lok Sabha constituency) |
আয়তন | |
• মোট | ৮,৩৯৯ বর্গকিমি (৩,২৪৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,৩১,৫৯৭ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৭৪.২৬% |
• যৌন অনুপাত | ৮৯৯ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://raisen.nic.in |
রায়সেন জেলা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। রায়সেন শহরটি জেলা সদর। জেলাটি ভোপাল বিভাগের অন্তর্গত। সাঁচী ইউনিভার্সিটি অব বুদ্ধিস্ট-ইন্ডিক স্টাডিজ হল প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সাঁচী নগরে অবস্থিত।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]রায়সেন জেলার নামটি এসেছে রায়সেন শহর থেকে, যা আসলে একটি দুর্গ। এই দুর্গটি বেলেপাথরের পাহাড়ের ওপর নির্মাণ হয়েছিল, এর পাদদেশেই শহরটির বসতি স্থাপিত হয়েছে। নামটি সম্ভবত রাজাবাসিনী বা রাজাবাসনের ভগ্নাবশেষ।[১]
ভূগোল
[সম্পাদনা]রায়সেন জেলা উত্তর অক্ষাংশ ২২°৪৭' থেকে ২৩°৩৩' এবং পূর্ব দ্রাঘিমাংশ ৭৭°২১' থেকে ৭৮°৪৯' এর মধ্যে অবস্থিত। এর পশ্চিমে সেহোর জেলা, উত্তরে বিদিশা জেলা, পূর্বে এবং দক্ষিণ-পূর্বে সাগর জেলা, দক্ষিণ-পূর্বে নরসিংহপুর জেলা এবং দক্ষিণে হোসাংগাবাদ ও সেহোর জেলা অবস্থিত। এটি ৮,৩৯৫ বর্গকিলোমিটার (৩,২৪১ বর্গমাইল) এলাকা জুড়ে বিস্তৃত।[২]
রায়সেন জেলায় দশটি তহশিল রয়েছে। সেগুলি হল - রাইসেন, গোহরগঞ্জ, বেগমগঞ্জ, গাইরাতগঞ্জ, শিলওয়ানি, বরেলি, উদয়পুরা, দেওরি, সুলতানপুর এবং বাদি।[২]
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান রাইসেন জেলার অঞ্চলটি একসময় ভোপালের দেশীয় রাজ্যের নিজামত-এ-মাশরিফ জেলার অংশ ছিল। স্বাধীন ভারতের ভোপাল রাজ্য প্রতিষ্ঠার পরে, রায়সেনকে ১৯৫০ সালের ৫ই মে পৃথক জেলা ঘোষণা করা হয়।[৩]
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সাঁচীর বৌদ্ধ সৌধসমূহ, রায়সেন জেলাতেই অবস্থিত।[৪] ভীমবেটকা প্রস্তরক্ষেত্র, ইউনেস্কোর আরেকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও রায়সেন জেলায় অবস্থিত।[৫]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ২,৯৫,২১৯ | — |
১৯১১ | ৩,২০,৬৪০ | +০.৮৩% |
১৯২১ | ৩,০১,৫৭৫ | −০.৬১% |
১৯৩১ | ২,৯৬,৩৬৫ | −০.১৭% |
১৯৪১ | ৩,১০,৩৬৯ | +০.৪৬% |
১৯৫১ | ৩,১৫,৩৫৮ | +০.১৬% |
১৯৬১ | ৪,১১,৪২৬ | +২.৬৯% |
১৯৭১ | ৫,৫৩,০২৬ | +৩% |
১৯৮১ | ৭,১০,৫৪২ | +২.৫৪% |
১৯৯১ | ৮,৭৬,৪৬১ | +২.১২% |
২০০১ | ১১,২৫,১৫৪ | +২.৫৩% |
২০১১ | ১৩,৩১,৫৯৭ | +১.৭% |
সূত্র:[৬] |
২০১১ সালের আদমশুমারি অনুসারে রায়সেন জেলার জনসংখ্যা ১,৩৩১,৫৯৭ জন,[৭] মরিশাস[৮] বা মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঞ্চলের জনসংখ্যার প্রায় সমান।[৯] জনসংখ্যার ভিত্তিতে এটি ভারতে ৩৬৫তম স্থানে আছে (মোট ৬৪০ জেলার মধ্যে)।[৭] জেলার জনসংখ্যার ঘনত্ব ১৫৭ জন প্রতি বর্গকিলোমিটার (৪১০ জন/বর্গমাইল)।[৭] এর জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১ - ২০১১ এর দশকে ১৮.৩৬% ছিল।[৭] রায়সেনের প্রতি ১০০০ পুরুষের জন্য ৮৯৯ মহিলা (যৌন অনুপাত) রয়েছে,[৭] এবং সাক্ষরতার হার এর ৭৪.২৬%।[৭]
২০১১ সালে ভারতের আদমশুমারি অনুসারে, জেলার জনসংখ্যার ৯৭.৫৬% হিন্দিতে এবং ১.৯৯% উর্দুতে তাদের প্রথম ভাষা হিসাবে কথা বলে।[১০]
পর্যটন
[সম্পাদনা]রাইসেন জেলাতে বহু পর্যটন স্থান রয়েছে, যেমন: সাঁচী: - বিশ্ব ঐতিহ্য স্থান, ভোপাল থেকে ৪৬ কিলোমিটার এবং বিদিশা থেকে ৩২ কিমি;, ভোজপুর:- ভোজপুর মন্দিরে ভারতের বৃহত্তম শিব লিঙ্গ রয়েছে, যা ৫.৫ মিটার (১৮ ফুট) লম্বা এবং পরিধিতে ২.৩ মিটার (৭.৫ ফুট) এবং এটি একটিমাত্র শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল।
পরিবহন
[সম্পাদনা]রায়সেন শহরটি ভোপাল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি এনএইচ-৮৬ হয়ে ভোপালের সাথে সংযুক্ত। এছাড়াও এনএইচ -১২ এই জেলার মধ্যে দিয়ে গেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT RAISEN"। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "Raisen"। Raisen district administration। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৪।
- ↑ "District Census Handbook - Raisen" (পিডিএফ)। 2011 Census of India। Directorate of Census Operations, Madhya Pradesh। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২১।
- ↑ "An Historical and Artistic Description of Sanchi (1918)"। ১০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১০।
- ↑ "Rock Shelters of bhimbhetka"। UNESCO। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৪।
- ↑ Decadal Variation In Population Since 1901
- ↑ ক খ গ ঘ ঙ চ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Mauritius 1,303,717 July 2011 est.
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
Maine 1,328,361
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue
বহিঃসংযোগ
[সম্পাদনা]
টেমপ্লেট:Districts of Madhya Pradesh টেমপ্লেট:Bhopal Division টেমপ্লেট:Narmada basin