রতুয়া খোলা
রতুয়া খোলা | |
---|---|
স্থানীয় নাম | रतुवा खोला |
দেশ | নেপাল, ভারত |
শহর | দামক, চাপড়ামারী, কোহাবারা, গৌরীগঞ্জ |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | চুরে পাহাড় ইলাম, নেপাল |
মোহনা | কানকাই নদী কিশানগঞ্জ জেলা, ভারত ২৬°১০′৪১″ উত্তর ৮৭°৪১′৪৬″ পূর্ব / ২৬.১৭৮০৬° উত্তর ৮৭.৬৯৬১১° পূর্ব |
রতুয়া খোলা (নেংলিশ: রাতুয়া রিভারিয়া) (নেপালি: रतुवा खोলা) নেপালের পূর্ব অংশের একটি নদী। এটি নেপালের চুরে পাহাড় থেকে উদ্ভূত হয়েছে ও পরে ভারতে প্রবেশ করে বিহারের কানকাই নদীর সাথে মিশেছে। এই নদীটি নেপালের পূর্বাঞ্চলের বৃহত এবং উন্নত দামক শহরের পূর্ব সীমান্ত হিসাবে কাজ করে। এই নদীটি ছিলহড় গ্রামকেও স্পর্শ করেছে।[১][২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Woodhatch, Tom (১৯৯৯)। Nepal handbook। Footprint Handbooks। পৃষ্ঠা ৪৫০। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫ – ইন্টারনেট আর্কাইভ-এর মাধ্যমে।
- ↑ Raut, Nigam। "Rivers of Nepal"। Naturally Nepal। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।