রজের ইবানিয়েজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রজের ইবানিয়েজ
২০১৯ সালে আতালান্তার হয়ে ইবানিয়েজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রজের ইবানিয়েজ দা সিলভা
জন্ম (1998-11-23) ২৩ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান কানেলা, রিউ গ্রান্দে দো সুল, ব্রাজিল
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রোমা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১৬ গ্রেমিও আতলেতিকো ওসোরিয়েন্সে
২০১৬–২০১৭ পিআরএস
২০১৭ফ্লুমিনেন্সে (ধার)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ পিআরএস (২)
২০১৭সের্জিপে (ধার) (০)
২০১৭–২০১৮ফ্লুমিনেন্সে (ধার) (০)
২০১৮–২০১৯ ফ্লুমিনেন্সে ২২ (১)
২০১৯–২০২১ আতালান্তা (০)
২০২০–২০২১রোমা (ধার) ৩৯ (০)
২০২১– রোমা ৪২ (৪)
জাতীয় দল
২০১৯–২০২০ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (০)
২০২২– ব্রাজিল (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৪২, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪২, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রজের ইবানিয়েজ দা সিলভা (পর্তুগিজ: Roger Ibañez; জন্ম: ২৩ নভেম্বর ১৯৯৮; রজের ইবানিয়েজ নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব রোমা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, ইবানিয়েজ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রজের ইবানিয়েজ দা সিলভা ১৯৯৮ সালের ২৩শে নভেম্বর তারিখে ব্রাজিলের রিউ গ্রান্দে দো সুলের কানেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ইবানিয়েজ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২২ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ১০ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইবানিয়েজ তিউনিসিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৮তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় মার্কিনিয়োসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ব্রাজিল ৫–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে ইবানিয়েজ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৮ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০২২
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Brazil vs. Tunisia - 27 September 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  2. "Brazil - Tunisia 5:1 (Friendlies 2022, September)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  3. "Brazil - Tunisia, Sep 27, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Brazil vs. Tunisia"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]