রংনুক হাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রং নুক হম উত্তর-পূর্ব ভারতমায়ানমারের তাংসা জনগোষ্ঠীর মানুষদের একটি উপাসনালয়। "রং" কথার অর্থ ঈশ্বর, "নুক" এর অর্থ প্রার্থনা করা এবং "হম" হল একটি ছোট ঘর যেখানে রংফ্রাহ দেবতার একটি চিত্র রয়েছে।[১]

রংফ্রাহকে হিন্দু দেবতা শিবের অবতাররূপে মান্যতা দেওয়া হয়। পুণ্যার্থীরা প্রতিদিন রং নুক হমে তর্পণ করতে যান ও স্থানীয় ভজন শুনে প্রার্থনা করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shilpa (২০১৮-১২-০৬)। "Rangnuwk hum, Arunachal Pradesh"Bharat Temples (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ 
  2. "Rangfrahism faith gaining momentum in Arunachal"Arunachal Observer (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]