যমালয়ে জীবন্ত ভানু
যমালয়ে জীবন্ত ভানু | |
---|---|
পরিচালক | কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় |
প্রযোজক | সুমন কুমার দাস |
চিত্রনাট্যকার | কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় |
কাহিনিকার | কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায় |
সুরকার | রাজা নারায়ণ দেব |
চিত্রগ্রাহক | মানস গাঙ্গুলী |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
প্রযোজনা কোম্পানি | বুড়িমা চিত্রম |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
যমালয়ে জীবন্ত ভানু ২০২৪ সালে আসন্ন একটি বাংলা ভাষার ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। বুড়িমা চিত্রম নিবেদিত এই ছবিটির প্রযোজনা করেছে সুমন কুমার দাস এবং পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। যা ১৫ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যমালয়ে জীবন্ত মানুষ (১৯৫৮) ছবির থেকে উৎসাহিত হয়ে ২০২২ সালে যমালয়ে জীবন্ত ভানু চলচ্চিত্রের ঘোষণা করা হয়।[১][২] মেঘে ঢাকা তারা ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রে এবং অচেনা উত্তম ছবিতে উত্তম কুমারের চরিত্রে পর এই চলচ্চিত্রে শাশ্বতকে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে। এই চলচ্চিত্রে সোমনাথ কুণ্ডু মেকআপের দায়িত্বে ছিলেন, যিনি শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায় করে তুলেছেন। গানের দায়িত্বে আছেন রাজা নারায়ণ দেব।[৩]
সিনেমায় সাড়ে চুয়াত্তর (১৯৫৩) ছবির শুটিংয়ের একটি দৃশ্য রয়েছে। যেখানে দর্শনা বণিক সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন।[৪]
পটভূমি
[সম্পাদনা]বিখ্যাত গবেষক সাম্যময় ব্যানার্জি তার বাড়ির গবেষণাগারে এমন একটি ডিভাইস তৈরি করেছেন যা মানুষকে তাদের অতীতে নিয়ে যাবে। সকালে সংবাদ সম্মেলন ডেকে তিনি তার গবেষণার কথা সবাইকে জানান। গভর্নরের সামনে তার আবিষ্কারের ডেমো দিতে বিকেলে গাড়িতে করে রওনা দেন তিনি। কিন্তু রাস্তা ছিল এলোমেলো।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- শাশ্বত চট্টোপাধ্যায় - ভানু বন্দ্যোপাধ্যায় [৫]
- বাসবদত্তা চট্টোপাধ্যায় - রুমা গুহঠাকুরতা [৬]
- পরাণ বন্দ্যোপাধ্যায়
- সন্দীপ ভট্টাচার্য
- ভানুপত্নী নীলিমা দেবীর চরিত্রে দেবলীনা দত্ত [৬]
- সোমা চক্রবর্তী
- সুচিত্রা সেনের চরিত্রে দর্শনা বণিক [৭][৮][৯]
- ইমন চক্রবর্তী
- তন্ময় ব্যানার্জী
- শুভদীপ চক্রবর্তী
- অম্বরীশ ভট্টাচার্য
- শুভাশিষ মুখোপাধ্যায়
- সাহেব চট্টোপাধ্যায়
- বিপ্লব দাশগুপ্ত
- দেবময় মুখোপাধ্যায়
উৎপাদন
[সম্পাদনা]উৎপাদন পরবর্তী
[সম্পাদনা]ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০২ তম জন্মদিনের দিন এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়। সেদিন অনুষ্ঠানে তাঁর পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় এবং কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক উপস্থিত ছিলেন।[৩]
মুক্তি
[সম্পাদনা]২০২৪ সালের ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও[১০][১১] আর. জি. কর কান্ডারের জন্য স্থগিত হয়ে ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি জন্য নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ananda, abp (২০২২-০৮-২৭)। "আসছে 'যমালয়ে জীবন্ত ভানু', প্রকাশ্যে ছবির প্রথম লুক পোস্টার"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ প্রতিনিধি (২০২২-০৮-২৬)। "এবার আসছে 'যমালয়ে জীবন্ত ভানু'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ ক খ "ঋত্বিক, উত্তমের পর ভানু, 'যমালয়ে জীবন্ত ভানু'র গল্প বলতে শীতকালে আসছেন শাশ্বত"। Hindustantimes Bangla। ২০২৩-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৬।
- ↑ "দর্শনা বণিক 'সুচিত্রা সেন'! 'যমালয়ে জীবন্ত ভানু'র নয়া চমক"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ "জন্মদিনে পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায়? 'উনি থাকলে বাংলা ছবি এমনিতেই দৌড়ত', বললেন পরিচালক"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "Exclusive: ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে স্পেশাল স্ক্রিনিং 'যমালয়ে জীবন্ত ভানু'র, কোন চরিত্রে বাসবদত্তা? প্রকাশ্যে চরিত্রের প্রথম ঝলক"। aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ "দর্শনা বণিক 'সুচিত্রা সেন'! 'যমালয়ে জীবন্ত ভানু'র নয়া চমক"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ দে, সুস্মিতা (২০২৪-০৮-০৬)। "'আমার বউ বলে বলছি না...', সুচিত্রা সেন রূপে পর্দায় দর্শনা, কী প্রতিক্রিয়া সৌরভ-রাইমার?"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ "যদি 'আসল' উত্তমকুমারকে পেতাম! 'সুচিত্রা সেন'-এর ভূমিকায় অভিনয় করে বললেন দর্শনা!"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "এবার স্থগিত 'যমালয়ে জীবন্ত ভানু'র মুক্তি"। TheWall। ২০২৪-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।
- ↑ "RG Kar-র প্রভাব টলিউডেও,পিছল যমালয়ে জীবন্ত ভানু-অঙ্ক কি কঠিন সহ কোন ছবির মুক্তি"। Hindustantimes Bangla। ২০২৪-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৮।