যদি কিছু মনে না করেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যদি কিছু মনে না করেন ফজলে লোহানী উপস্থাপিত বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠান। আশি ও নব্বইএর দশকে এটি প্রচারিত হয়।এটি অনেক জনপ্রিয় ছিল।[১] এটি বিটিভির প্রথম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এই অনুষ্ঠানের মাধ্যমেই টেলিভিশন জগতে পা রাখেন। সমাজের নানা চিত্র প্রকাশের জন্য বিভিন্ন গ্রামে ঘুরে অনুষ্ঠান করায় লোহানী তখন খুব জনপ্রিয় ছিলেন।[২][৩] প্রচার কালঃ ১৯৭৭ থেকে ১৯৮৫।[৪] পর্যায় বৃত্তিঃ পাক্ষিক। [৫] ব্যপ্তিঃ ৩০ মিনিট। [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lohani, Fazle ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে, from Banglapedia.
  2. "ফজলে লোহানী"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  3. "'যদি কিছু মনে না করেন'"বাংলা ট্রিবিউন। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  4. ফজলে লোহানী, বাংলাদেশ প্রতিদিন, ৩০ অক্টোবর ২০১৪
  5. "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, উল্লাপাড়া উপজেলা , প্রখ্যাত ব্যক্তিত্ব"। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১ 
  6. IMDb, Jodi Kichu Mone Na Koren