ম্যাডেলিন অলব্রাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাডেলিন অলব্রাইট
৬৪ তম ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ স্টেট
কাজের মেয়াদ
জানুয়ারি ২৩, ১৯৯৭ – জানুয়ারি ২০, ২০০১
রাষ্ট্রপতিবিল ক্লিনটন
পূর্বসূরীওয়ারেন ক্রিস্টোফার
উত্তরসূরীকলিন পাওয়েল
২০ তম ইউনাইটেড স্টেটস এম্বাস্যাডার টু দ্য ইউনাইটেড নেশনস
কাজের মেয়াদ
জানুয়ারি ২৭, ১৯৯৩ – জানুয়ারি ২১, ১৯৯৭
রাষ্ট্রপতিবিল ক্লিনটন
পূর্বসূরীএডওয়ার্ড জে. পার্কিনস
উত্তরসূরীবিল রিচার্ডসন
ব্যক্তিগত বিবরণ
জন্মমারিয়ে ইয়ানা কোর্বেলোভা (Marie Jana Korbelová)
(1937-05-15) মে ১৫, ১৯৩৭ (বয়স ৮৬)
প্রাগ, চেকোশ্লোভাকিয়া[১]
জাতীয়তাচেক, আমেরিকান
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীজোসেফ মেডিল প্যাটারসন অলব্রাইট (১৯৫৯-১৯৮২) (ডিভোর্সড)
সন্তান৩ মেয়ে - জমজ এনি ও এলিস, এবং ক্যাথারিন (ক্যাটি)
প্রাক্তন শিক্ষার্থীওয়েলেসলি কলেজ (বি.এ.)
কলম্বিয়া ইউনিভার্সিটি (এম.এ., পিএইচ.ডি.)
জীবিকাকূটনৈতিক
ধর্মEpiscopalian Christian[২]
স্বাক্ষর

ম্যাডেলিন অলব্রাইট (Madeleine Albright) (১৯৩৭[৩] - ২৪ মার্চ ২০২২[৪]) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী (Secretary of State)। তিনি প্রথম মহিলা যিনি এই পদে নিযুক্ত হন। ইতঃপূর্বে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবেও নিযুক্ত ছিলেন।

জন্ম ও কর্মজীবন[সম্পাদনা]

১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন অলব্রাইট। তিনি ছিলেন চেকোস্লোভাকিয়ার এক কূটনীতিকের কন্যা। ১৯৩৯ সালে নাৎসী জার্মানি তার দেশ দখল করার পর তার পিতাকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছিল। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অলব্রাইট। একই বছর তার পরিবারও রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করে। তিনি ১৯৯৭ সালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তাকে বলা হয় ‘চ্যাপিয়ন অব ডেমোক্রেসি’। তিনি কসোভোতে জাতি নিধন বন্ধে অবদান রেখেছিলেন।[৫]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অলব্রাইট ১৯৫৯ সালে শিকাগোর মেডিল-প্যাটারসন সংবাদপত্র পরিবারের উত্তরসুরি সাংবাদিক জোসেফ অলব্রাইটকে বিয়ে করেন। তাদের তিনটি কন্যা। ১৯৮৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৬]

পুরস্কার[সম্পাদনা]

  • স্বাধীনতা পদক - ২০১২[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biography at The Washington Post"। Washingtonpost.com। ১৯৯৯-১২-১৫। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২২ 
  2. Albright was raised Catholic and is affiliated by choice with an Episcopal church.[১] But traditional Judaism, which considers neither conversion nor nonaffiliation as relevant to Jewish status, considers Albright Jewish based on her mother having been Jewish.[২] (See Judaism#What makes a person Jewish?)
  3. ম্যাডেলিন অলব্রাইট আর নেই, মানব জমিন, ২৪ মার্চ ২০২২
  4. প্রথম নারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট আর নেই, ইত্তেফাক, ২৪ মার্চ ২০২২
  5. ম্যাডেলিন অলব্রাইট আর নেই, মানব জমিন, ২৪ মার্চ ২০২২
  6. প্রথম নারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট আর নেই, ইত্তেফাক, ২৪ মার্চ ২০২২
  7. প্রথম নারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট আর নেই, ইত্তেফাক, ২৪ মার্চ ২০২২