মো. মোস্তাফিজুর রহমান
মো. মোস্তাফিজুর রহমান | |
---|---|
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৬ সেপ্টেম্বর ১৯৮৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৩ ফেব্রুয়ারি ১৯৫৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
জীবিকা | বিচারক |
মো. মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ একজন বিচারপতি।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]রহমান ১৯৫৯ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।[১] তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]রহমান ১৯৮৪ সালের ২৬ সেপ্টেম্বর জেলা আদালতে আইনজীবী হন।[১]
রহমান ১৯৮৫ সালের ১৫ জানুয়ারি মুন্সিফ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস বিচার বিভাগে যোগদান করেন।[১]
২০১১ সালের ৮ সেপ্টেম্বর রহমানকে জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়।[১]
২০১৮ সালের ৩১ মে রহমানকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে উন্নীত করা হয়।[১] সেপ্টেম্বরে রহমান ও বিচারপতি বোরহানউদ্দিন আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে নির্দেশ দেন।[২]
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর থেকে দশ বছর সাজা দ্বিগুণ করেছেন রহমান ও বিচারপতি এম এনায়েতুর রহিম।[৩] ২০১৯ সালের জুলাই মাসে রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম নিম্ন আদালতের বিচারকদের নির্দেশ দেন যে রায় লেখার সময় তাদের নামের আগে ডাক্তার বা ব্যারিস্টার না যুক্ত করে এর ব্যবহারকে সুপারিয়রিটি কমপ্লেক্স এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ৮ আগস্ট ২০১৯ সালে রহমান এবং শেখ মো. জাকির হোসেন আয়েশা সিদ্দিকা মিনিকে জামিন দিতে অস্বীকার করেন , যিনি তার স্বামী রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।[৪][৫]
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২০ সালের ৩০ মে রহমানকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন।[৬] ২০২০ সালের ১০ ডিসেম্বর রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম দোষী সাব্যস্ত ধর্ষক দিলীপ খালকোকে তার খুড়তুতো বোন এবং ধর্ষণের পর গর্ভবতী হওয়ার সময় ১৪ বছর বয়সী ভুক্তভোগীকে বিয়ে করার পর জামিন মঞ্জুর করেন।[৭] নরহমান ও বিচারপতি এম এনায়েতুর রহিম প্রশ্ন তোলেন , কেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মুকসোদুর রহমান পাটোয়ারি সরকারি গাড়ি ব্যবহার করে গাড়ি ঋণের তথ্য গোপন করা এবং গাড়ি ভাতা হিসেবে ৫০ হাজার বিডিটি তুলে নেওয়ার কথা স্বীকার করে নিজের অবস্থান রক্ষা করেন।[৮][৯]
রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় দশ মাস প্রি ট্রায়াল আটক থাকার পর ২০২১ সালের মার্চ মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জামিন দেন।[১০] তাঁর সহ অভিযুক্ত লেখক মুশতাক আহমেদ হেফাজতে মারা যান।[১০] ২০২১ সালের ২৬ আগস্ট রহমান ও এম এনায়েতুর রহিম একটি রায়ে ঘোষণা করেন যে আদালতের স্পষ্ট অনুমোদন ছাড়া সন্দেহভাজন ব্যক্তির সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশন নেই।[১১] চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিনের নির্দেশে কক্সবাজার জেলার এক ফার্মেসির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। [১১] ২০২১ সালের সেপ্টেম্বরে রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম উপ মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত করেন এবং বিশেষ বিচারক আদালত ৫ এর বিচারক মো. ইকবাল হোসেনকে তাঁর বাড়ি থেকে ৮০ লক্ষ বিডিটি সহ গ্রেপ্তার করা বানিককে গোপন জামিন দেওয়ার জন্য সমালোচনা করেন।[১২] বিচারপতির কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।[১৩] রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম একটি আবেদন প্রত্যাখ্যান করেন , যেখানে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর বেসরকারি ফোনের কথোপকথন আটকানো এবং অবৈধভাবে রেকর্ড করা থেকে রক্ষা করার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার জন্য বাংলাদেশ হাইকোর্টের প্রতি আহ্বান জানানো হয়।[১৪] নভেম্বর মাসে রহমান এবং বিচারপতি এম এনায়েতুর রহিম বাংলাদেশে হাতি হত্যা এবং হাতির আবাসস্থল দখল বন্ধের নির্দেশ দেন।[১৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ "Home : Supreme Court of Bangladesh"। www.supremecourt.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "Give Shahidul Alam first-class division in jail"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "Zia Orphanage Trust Case: Graft danger to good governance"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "HC directs lower court judges not to use degrees before names"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "Rifat murder: HC denies bail to Minni"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "President regularises appointment of 18 additional HC judges"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "HC grants 1-year bail to rape case convict after he marries victim"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১০। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫।
- ↑ "Using govt cars illegally: HC questions land secretary's holding office"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ Staff Correspondent (২০২০-১২-১৮)। "'How is he still holding office?'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ ক খ "Kishore granted bail, after 10 long months"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ ক খ "ACC has no authority to freeze anyone's property, HC observes"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫।
- ↑ Sarkar, Ashutosh (২০২১-০৯-১০)। "HC criticises judge for giving cop bail secretly"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "HC seeks trial court judge's explanation on granting bail to suspended DIG prisons"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ "HC rejects petition seeking order on preventing eavesdropping"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫।
- ↑ "Stop killing of elephants right now"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।