বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ মহসিন (ফুটবলার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহসিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ মহসিন[]
জন্ম (1963-04-03) ৩ এপ্রিল ১৯৬৩ (বয়স ৬১)
জন্ম স্থান রাজশাহী , বাংলাদেশ
মাঠে অবস্থান আক্রমণভাগের /মধ্যমাঠের
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৩-১৯৮৫ ব্রাদার্স ইউনিয়ন
জাতীয় দল
১৯৭৭-১৯৭৮ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
১৯৭৬-১০৮১ বাংলাদেশ
পরিচালিত দল
১৯৮৪ ব্রাদার্স ইউনিয়ন
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ মহসিন (জন্ম ৩ এপ্রিল ১৯৬৩) একজন বাংলাদেশী সাবেক ফুটবল খেলোয়াড় এবং কোচ। তিনি তার পুরো খেলোয়াড়ী জীবন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেন এবং ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি ক্লাবটির অধিনায়কত্ব করেন। মহসিন ১৯৮০ এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। তাকে বাংলাদেশের হয়ে খেলা অন্যতম সেরা ফরোয়ার্ড হিসাবে বিবেচনা করা হয় এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০ এর দশকের গোড়ার দিক পর্যন্ত তিনি ঢাকা লিগের অন্যতম সেরা মার্কসম্যান ছিলেন।[]

কোচিং ক্যারিয়ার

[সম্পাদনা]

ক্লাবের হয়ে খেলার সময় মহসিন ১৯৮৪ সালে ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ারী ক্লাব ও বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ছিলেন। তিনি ১৯৯৩২ সালে ভারতের কেরালায় অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে বাংলাদেশ যুব দলের কোচ হিসেবে নিযুক্ত হন [] ২০০৮ সালে আগস্ট মহসিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বেতনভুক্ত নির্বাহী হিসেবে যোগদান করেন। তাকে তৎকালীন আসন্ন বি লিগ মৌসুমের জন্য ঢাকার বাইরে ভেন্যু খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ মহসিন জন্ম রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি পরিবারে, যদিও তার জন্ম রাজশাহীতে। মহসিনের পরিবারে তার স্ত্রী এবং দুই সন্তান নেওয়াজ অনি এবং মেনহাজ অভি।[]

খেতাব

[সম্পাদনা]

ব্রাদার্স ইউনিয়ন

পুরস্কার

[সম্পাদনা]
  • ১৯৮১ - ক্রীড়া লেখক সমিতি কর্তৃক সেরা ফুটবলার পুরস্কার।
  • ২০১২ - জাতীয় ক্রীড়া পুরস্কার।[]

ব্যক্তিগত

[সম্পাদনা]
  • ১৯৭৩ - ঢাকা তৃতীয় বিভাগের সর্বোচ্চ গোলদাতা
  • ১৯৭৪ - ঢাকা দ্বিতীয় বিভাগের সর্বোচ্চ গোলদাতা
  • ১৯৮১ - ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জার্সি নম্বর ১০ : ঢাকার মাঠের সেরা কে?" 
  2. "ঢাকার ফুটবলকে রঙে রঙিন করা ১০ নম্বরেরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  3. জনকণ্ঠ, দৈনিক। "ব্রাদার্সে শুরু ব্রাদার্সেই শেষ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha 
  4. Reporter, Sports (আগস্ট ১১, ২০০৮)। "Mohsin to join BFF as paid executive"The Daily Star 
  5. জনকণ্ঠ, দৈনিক। "ব্রাদার্সে শুরু ব্রাদার্সেই শেষ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  6. "অবশেষে অনেক অবহেলার পর "জাতীয় ক্রীড়া পুরস্কার" পাচ্ছেন ফুটবলার বাবুল-মহসীন ও আশীষ"