মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Moheen (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৫৫, ১২ অক্টোবর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
জন্মআনু. ১৯৩৫
মৃত্যু১৩ জুন ২০১৬(2016-06-13) (বয়স ৮০–৮১)
ঢাকা, বাংলাদেশ
সমাধিবনানী, ঢাকা
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ

মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা (আনু. ১৯৩৫ – ১৩ জুন, ২০১৬) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৯৯০ সালের মার্চ থেকে ১৯৯২ সালে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন।[১][২]

শিক্ষা ও কর্মজীবন

মনিরুজ্জামান মিঞা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তারপর তিনি জগন্নাথ কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ৫ বছর ফ্রান্সে পড়াশোনা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এ পরিবেশ ও ভূগোল বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।[৩] ১৯৯০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপার্চায হিসেবে মনোনীত হন।[৩]

১৯৯২ সালের অক্টোবরে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সেনেগালে নিযুক্ত হন।[৪]

পুরস্কার

তথ্যসূত্র

  1. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ"। Government of Bangladesh। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১৬ 
  2. "PM calls for nat'l unity to face global competition"The Daily Star। ফেব্রুয়ারি ১৮, ২০০৪। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬ 
  3. "বিশিষ্ট শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞা আর নেই"Prothom Alo। জুন ১৪, ২০১৬। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬ 
  4. "Ex-DU VC Maniruzzaman Miah passes away"The Daily Star। জুন ১৩, ২০১৬। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬