বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
উপাচার্য
বরিশাল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৪ মার্চ ২০২৪ – ২০ আগস্ট ২০২৪
পূর্বসূরীছাদেকুল আরেফিন
উত্তরসূরীশুচিতা শরমিন
ব্যক্তিগত বিবরণ
জন্মঅষ্টগ্রাম, কিশোরগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[]

বদরুজ্জামান ভূঁইয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

বদরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে ২০০৪ সালে স্নাতক ও ২০০৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপনায় নিযুক্ত। অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, সহকারী প্রক্টর এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান-সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং উপাচার্যের রুটিন দায়িত্বও পালন করেন।[][]

মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০২৪ সালের ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[] ২০২৪ সালের ২০ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  2. "বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বদরুজ্জামান"আজকের পত্রিকা। ৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  3. "অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার জীবনবৃত্তান্ত"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  4. "ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান"বণিকবার্তা। ৮ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  5. "বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান"জাগোনিউজ২৪.কম। ৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  6. "বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. বদরুজ্জামান"দৈনিক কালবেলা। ৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪ 
  7. "শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ববি উপাচার্যের পদত্যাগ"বণিক বার্তা। ২০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪