মোটামাথা কার্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোটামাথা কার্প
Hypophthalmichthys nobilis
Bighead carp
মোটামাথা কার্প
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Hypophthalmichthys
প্রজাতি: H. nobilis
দ্বিপদী নাম
Hypophthalmichthys nobilis
(J. Richardson, 1845)
প্রতিশব্দ
  • Aristichthys nobilis(Richardson,1845)
  • Leuciscus nobilis(Richardson,1845)
  • Hypophthalmichthys mantschuricus(Kner,1867)

মোটামাথা কার্প (বৈজ্ঞানিক নাম:Hypophthalmichthys nobilis) (ইংরেজি: Bighead carp)হচ্ছে Cyprinidae পরিবারের Hypophthalmichthys গণের একটি স্বাদুপানির মাছ

বর্ণনা[সম্পাদনা]

এই মাছের মাথা তুলনামুলক বড়।চাপা রুপালি বর্ণের শরীর ছোট ছোট আঁইশ দিয়ে ঢাকা, পেট গোলগাল এবং পৃষ্ঠীদেশ ধূসর-কালো। সারা দেহে বিশেষত পৃষ্ঠদেশে কাল কাল দাগ দেখতে পাওয়া যায়।পাখনা গাঢ় লাল বর্ণের।[১]

বিস্তৃতি[সম্পাদনা]

চীনে স্বদেশীয় মিঠাপানির মাছ। ভিয়েতনামের 'রেড' নদীতে প্রাকৃতিকভাবে এ মাছ পাওয়া যায়। বাংলাদেশে এ মাছ ১৯৮১ সালে নেপাল থেকে আনা হয়।[২] বাংলাদেশের চাষকৃত বিদেশী মাছের মধ্য এই মাছের মাথা তুলনামূলক বড় বলে সম্ভবত সেই কারণেই এর নাম বিগহেড কার্প।

চাষ[সম্পাদনা]

কার্প জাতীয় মাছের মধ্যে বিগহেড কার্প সবথেকে দ্রুত বৃদ্ধি পায়। তাই এ মাছ চাষ করা প্রয়োজন। তবে এ মাছ অন্য কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা উত্তম।

প্রজনন[সম্পাদনা]

সাধারণত ৩-৪ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়। প্লাবিত নদীতে স্রোত রয়েছে এমন স্থানে প্রজনন করে।তবে বর্তমানে কৃত্রিম পদ্ধতিতে হ্যাচারিতে ডিম ও পোনা উৎপাদন করা হচ্ছে।

খাদ্যাভ্যাস[সম্পাদনা]

পুকুরের উপরিভাগে থাকতে পছন্দ করে ।এদের খাবার উদ্ভিদকণা(ফাইটোপ্লাংকটন) ও প্রাণীকণা(জুপ্লাংকটন) এবং ছোট ছোট আর্থ্রোপোডস।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকাতে এই প্রজাতিটি অন্তর্ভুক্ত নয়।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৫–৪৭। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য) 
  2. "কার্পমাছ"বাংলাপিডিয়া। ১২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪