বিষয়বস্তুতে চলুন

মোটকুপল্লী নরসিংহুলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মটকুপল্লী নরসিমহুলু একজন ভারতীয় রাজনীতিবিদ। [][] তিনিতেলেঙ্গানা রাজ্যের নলগোন্ডা জেলার টুঙ্গাধুরী আসনের (এসসি সংরক্ষিত) প্রতিনিধিত্ব করেন।

তিনি নলগোন্ডা জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

২০০৯ সালে তিনি থুঙ্গাথুরথি (এসসি) (বিধানসভা কেন্দ্র) থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত । তিনি চন্দ্রবাবু নাইডুর সরকারের মন্ত্রী ছিলেন এবং ৬ বার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

২০১৮ সালে তেলুগু দেশম পার্টি থেকে বেরিয়ে এসে টিডিপির বিরুদ্ধে দৃঢ়তার সাথে কাজ করছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  2. "Price rise: TDP launches broadside against State"The Hindu। ১৪ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯