মোটকুপল্লী নরসিংহুলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মটকুপল্লী নরসিমহুলু একজন ভারতীয় রাজনীতিবিদ। [১][২] তিনিতেলেঙ্গানা রাজ্যের নলগোন্ডা জেলার টুঙ্গাধুরী আসনের (এসসি সংরক্ষিত) প্রতিনিধিত্ব করেন।

জীবন[সম্পাদনা]

তিনি নলগোন্ডা জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

২০০৯ সালে তিনি থুঙ্গাথুরথি (এসসি) (বিধানসভা কেন্দ্র) থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত । তিনি চন্দ্রবাবু নাইডুর সরকারের মন্ত্রী ছিলেন এবং ৬ বার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

২০১৮ সালে তেলুগু দেশম পার্টি থেকে বেরিয়ে এসে টিডিপির বিরুদ্ধে দৃঢ়তার সাথে কাজ করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  2. "Price rise: TDP launches broadside against State"The Hindu। ১৪ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯