বিষয়বস্তুতে চলুন

আজহারুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মোঃ আজহারুল ইসলাম থেকে পুনর্নির্দেশিত)
মাননীয় সংসদ সদস্য
আজহারুল ইসলাম
Azaharul Islam
পঞ্চম জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
পূর্বসূরীএম কে আলম চৌধুরী
উত্তরসূরীমিজানুর রহমান চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৪
নিলফামারী জেলা, পূর্ব পাকিস্তান
মৃত্যু১৯৯৬
ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামীলীগ
দাম্পত্য সঙ্গীহালিমা আজহার
সন্তানআশিকা সুলতানা
জীবিকারাজনীতিবিদ

মোঃ আজহারুল ইসলাম (English: Md. Azaharul Islam) (১৯৪৪ - ১৯৯৬) ছিলেন বাংলাদেশের নীলফামারী জেলার একজন রাজনীতিবিদ। ১৯৭০ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন কিশোরগঞ্জের যুবনেতা। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পঞ্চম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আজহারুল ইসলাম ১৯৪৪ সালে বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।।তাঁর পিতার নাম মরহুম মোঃ মফেল উদ্দীন সরকার এবং মাতার নাম আহাতুন নেসা। তিনি বড়ভিটা হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে নীলফামারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সম্পন্ন করেন। বড়ভিটা হাইস্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আজহারুল ইসলাম নীলফামারী কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে প্রচার শুরু করেন। ১৯৭০ সালের পাকিস্তান সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ২৬ বছর বয়সে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য (এমপিএ) নির্বাচিত হন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভুমিকা রাখেন।তিনি হলদিবাড়ি যুব শিবিরের প্রধান ছিলেন।পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কিছুদিন পর তাঁকেও গ্রেফতার করা হয়,সেসময় তিনি জাতীয় চার নেতার সাথে কারাগারে ছিলেন।

আজহারুল ইসলাম ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা -কিশোরগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [২] ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

১৯৯৬ সালের ৪ই ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নীলফামারী জেলার বড়ভিটা গ্রামে তাকে সমাধিস্থ করা হয়।তিনি মৃত্যুকালে ৫ মেয়ে ও ২ পূত্র সন্তান রেখে যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "List of 5th Parliament Members"web.archive.org। ২০২৩-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  2. "মরহুম আজহারুল ইসলাম উত্তরবঙ্গের ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব"স্বাধীন বাংলা১৬.কম। ১৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 

৩. https://songramernotebook.com/archives/100412। songramernotebook.com