মৃত্যুঞ্জয়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৃত্যুঞ্জয়ী
দেশভারত
ভাষাবাংলা
বিষয়বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত পরিচিতি পুস্তক
প্রকাশকমহাজাতি সদন অছি পরিষদ, প্রথম সংস্করণ
তথ্য় ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ
প্রকাশনার তারিখ
৩০ জানুয়ারী ১৯৬৬
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা২৯৬

বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত পরিচিতি পুস্তক। এটি প্রথম প্রকাশিত হয় ৩০ জানুয়ারী ১৯৬৬ সালে। মহাজাতি সদন অছি পরিষদ এটি প্রকাশ করে। পরে ১৯ আগস্ট ১৯৯৭ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তথ্য় ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার পরিবর্ধিত করে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। মোট ৫০০০০টি বই মুদ্রণ করা হয়। সম্পাদনা করেন শ্যামল সেনগুপ্ত। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মৃত্যুঞ্জয়ী-পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত