মুহাম্মদ সাইফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ সাইফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ সাইফ
জন্ম (1994-03-17) ১৭ মার্চ ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান মালদ্বীপ
উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গ্রিন স্ট্রিটস
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১২–২০১৩ ভ্যালেন্সিয়া
২০১৪ মাজিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৩ ভ্যালেন্সিয়া
২০১৪–২০১৫ মাজিয়া
২০১৬ নিউ রেডিয়েন্ট
২০১৬ ভিক্টরি
২০১৭– গ্রিন স্ট্রিটস
জাতীয় দল
২০১২–২০১৬ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ (০)
২০১৬– মালদ্বীপ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুহাম্মদ সাইফ (ইংরেজি: Mohamed Saaif; জন্ম: ১৭ মার্চ ১৯৯৪) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালদ্বীপীয় ক্লাব গ্রিন স্ট্রিটস এবং মালদ্বীপ জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২–১৩ মৌসুমে, মালদ্বীপীয় ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সাইফ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মাজিয়ার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমেই, ভ্যালেন্সিয়ার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ভ্যালেন্সিয়ার হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৪ সালে তিনি মাজিয়ায় যোগদান করেছেন। মাজিয়ায় ২ মৌসুম অতিবাহিত করার পর নিউ রেডিয়েন্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি ভিক্টরির হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি ভিক্টরি হতে মালদ্বীপীয় ক্লাব গ্রিন স্ট্রিটসে যোগদান করেছেন।[১]

২০১২ সালে, সাইফ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মালদ্বীপের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে মালদ্বীপের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালদ্বীপের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুহাম্মদ সাইফ ১৯৯৪ সালের ১৭ই মার্চ তারিখে মালদ্বীপে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সাইফ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মালদ্বীপের প্রতিনিধিত্ব করেছেন।[২] মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৬ সালের ১১ই জানুয়ারি তারিখে, মাত্র ২১ বছর, ৯ মাস ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সাইফ কম্বোডিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচটি মালদ্বীপ ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] মালদ্বীপের হয়ে অভিষেকের বছরে সাইফ সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালদ্বীপ ২০১৬
২০১৯
২০২১
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Alifulhu, Azzam (২৫ সেপ্টেম্বর ২০১৭)। "Rizuhaan aa Saaif qaumee team ah, Baka ah furusatheh neiy"Mihaaru (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  2. Alifulhu, Azzam (২৭ মার্চ ২০১৭)। "Fas kulhuntherin baakee koh qaumee squad final kohffi"Mihaaru (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Maledives - Cambodia 3:2 (Friendlies 2016, January)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Maldives - Cambodia, Jan 11, 2016 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  5. Strack-Zimmermann, Benjamin (১১ জানুয়ারি ২০১৬)। "Maldives vs. Cambodia (3:2)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]