মুরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুরি
শহর
মুরির স্কাইলাইন
মুরি ঝাড়খণ্ড-এ অবস্থিত
মুরি
মুরি
স্থানাঙ্ক: ২৩°১৩′ উত্তর ৮৫°৪৬′ পূর্ব / ২৩.২২° উত্তর ৮৫.৭৭° পূর্ব / 23.22; 85.77
দেশ ভারত
রাজ্যঝাড়খণ্ড
জেলারাঁচি
আয়তন
 • মোট৫.৭২ বর্গকিমি (২.২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৭৪৪[১]

মুরি হল ভারত এর ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর। শহরটি সুবর্ণরেখা নদী তীরে অবস্থিত।

ভূগোল[সম্পাদনা]

শহরটি ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত। এই শহরের উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় ২৮০ মিটার। এই শহরের পাশ দিয়ে সুবর্ণরেখা নদী প্রবাহীত হয়েছে।

জনসংখ্যা[সম্পাদনা]

২০০১ সালের জনগনোনায় মুরির মোট জনসংখ্যা ১১,৯৯৯ জন। তার মধ্যে ৫৩% পুরুষ ও ৪৭% মহিলা। গড় স্বাক্ষরতার হার ৭৩%। ৬ বছরের কম বয়স্ক জনসংখ্যার হার ১২%।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

শহরটি ১ নং রাজ্য সড়ক দ্বার রাঁচির সঙ্গে যুক্ত। এছাড়া মুরি জংসন স্টেশন দ্বারা রাঁচি,কলকাতা,ধানবাদ প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Muri City Population Census 2011"। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Muri Express derails in UP 4 dead"টাইমস ওফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)