মুমতাজ জাজ্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুমতাজ জাজ্জা
শিক্ষা বিষয়ক সংসদীয় সচিব
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৮-০৬-১৫)১৫ জুন ১৯৪৮
ইয়াজমান, বাহাওয়ালপুর, পাঞ্জাব, পাকিস্তান[১]
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০১১(2011-09-30) (বয়স ৬৩)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লীগ (এন)

চৌধুরী মুমতাজ আহমেদ জাজ্জা (১৫ জুন ১৯৮৮ - ৩০ সেপ্টেম্বর ২০১১) ছিলেন পাকিস্তান মুসলিম লীগ (এন) রাজনৈতিক দলের সাথে যুক্ত একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পরে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের (এমপিএ) নির্বাচিত সদস্য ছিলেন। [১]

জীবনক্রম[সম্পাদনা]

মুমতাজ আহমেদ জাজ্জা পেশায় একজন কৃষিবিদ এবং পাঞ্জাবের বাহাওয়ালপুর জেলার ইয়াজমান তহসিলের বাসিন্দা। তার আদি পৈতৃক নিবাস ছিল কিলা কল্লার ওয়ালার নিকটবর্তী মোহরি কায় জাজ্জায়। তিনি তার প্রথম রাজনৈতিক জীবনে বাহাওয়ালপুর জেলা সরকারের সদস্য হিসাবে দুটি মেয়াদে (১৯৭৯–৮৩ এবং ১৯৮৩–৮৭) কাজ করেছিলেন। তিনি মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যয়ন করেছিলেন।[১] মৃত্যুর আগে তিনি পাঞ্জাব বিধানসভায় শিক্ষা বিষয়ক সংসদীয় সচিবের দায়িত্ব পালন করছিলেন। [২]

মৃত্যু ও উত্তরাধিকর[সম্পাদনা]

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর লাহোরের জিন্নাহ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন।[২] তিনি পাঁচটি ছেলেমেয়ে রেখে গেছেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ch. Mumtaz Ahmed Jajja"Provincial Assembly of the Punjab। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Five more, including PML-N MPA, die in Lahore"Express Tribune। ৩০ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১ 
  3. "MPA Mumtaz Jajja dies of dengue"The Nation (Pakistan)। ৩০ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]