মুখা খেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুখা খেল ভারতের পশ্চিমবঙ্গেজলপাইগুড়ি জেলার একটি বিশেষ প্রসিদ্ধ লোকনৃত্য। এখানকার রাজবংশী সম্প্রদায়ের পুরুষরা অবসরে মুখোশ বা 'মুখা' পরে সংলাপমূলক গান ও নৃত্যের মাধ্যমে অভিনয় প্রদর্শন করেন।[১]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

জলপাইগুড়ি অঞ্চলের রাজবংশী পুরুষরা মুখাখেলের মাধ্যমে বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনী বা দৈনন্দিন জীবনসমস্যা নিয়ে তৈরি গল্প ফুটিয়ে তোলেন। এতে থাকে — গান, অভিনয় ও নৃত্য। প্রধান অনুষঙ্গ মুখোশ ছাড়াও বাদ্যযন্ত্র হিসেবে থাকে দোতারা, সারিন্দা, মৃদঙ্গ ও জুড়ি। অভিনেতারা মুখোশের ভিতর থেকে স্থানীয় ভাষায় সংলাপ বলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলার লোকসংস্কৃতির বিশ্বকোষ, দুলাল চৌধুরী, আকাদেমি অব ফোকলোর, কলকাতা: ৭০০০৯৪, প্রথম প্রকাশ: ২০০৪, পৃষ্ঠা: ২০৫