মিদিয়ান (আব্রাহামের পুত্র)
অবয়ব
হিব্রু বাইবেল অনুসারে মিদিয়ান ( হিব্রু ভাষায়: מִדְיָן, মিদিয়ান ) আব্রাহাম এবং কেতুরাহের চতুর্থ পুত্র।[১] সারার মৃত্যুর পর আব্রাহাম কেতুরাকে বিয়ে করেছিলেন। আদিপুস্তকের বর্ণনানুসারে তার ভাই জিমরান, য়োকশান, মেদান, ইশবাক ও শুয়াহ।[২] এফা, এফের, হনোক, আবিদা এবং এলদাহ তার পুত্র।
রোমান ইহুদি ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াসের বর্ণনানুসারে "আব্রাহাম তাদের বিভিন্ন উপনিবেশে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন; এবং তারা ট্রগ্লোডাইটিস[৩] এবং লোহিত সাগর পর্যন্ত আরব ফেলিক্সে পৌঁছেছিল ও তার দখল নিয়েছিল।"[৪]
হিব্রু ধর্মগ্রন্থের পরবর্তী অংশে পাওয়া মিদিয়ানকে সাধারণত মিডিয়ান জনগণের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়।[৫]
ইসলামে
[সম্পাদনা]কিছু মুসলিম বংশতালিকাবিদ দাবি করেন তিনি ছিলেন লুতের কন্যার পুত্র।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ১ বংশাবলি ১:৩২–৩৩ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং কেতুরার পুত্ররা, আব্রাহামের উপপত্নী...."
- ↑ আদিপুস্তক ২৫:১–৪ (১৯১৭ [আমেরিকার ইহুদি প্রকাশনা সোসাইটি] অনুবাদ). "এবং আব্রাহাম আরেকজন স্ত্রী গ্রহণ করলেন, এবং তার নাম ছিল কেতুরা। তার গর্ভে জিমরান, য়োকশান, মদান, মিদিয়ান, ইশবাক ও শূয়াহর জন্ম হয়েছিল"
- ↑ In this case the word is applied to the cave dwelling peoples of the Rift Valley
- ↑ Josephus, Flavius, Antiquities, 1.15.1
- ↑ Genesis 25:1-2.
- ↑ Noegel, Scott (২০০২)। Historical Dictionary of Prophets in Islam and Judaism। Scarecrow Press। আইএসবিএন 9780810866102।