মাহবুবুর রহমান (কুমিল্লার রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহবুবুর রহমান
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
পূর্বসূরীমোহাম্মদ এ. আকিম
উত্তরসূরীএ কে এম আবু তাহের
ব্যক্তিগত বিবরণ
জন্মমাহবুবুর রহমান ভূঁইয়া
১৯৫০
ভূঁইয়া বাড়ি, গোহালিয়া (চুনারিখলা), বরুড়া, কুমিল্লা
মৃত্যু২৭ এপ্রিল ২০২১
কুমিল্লা
মৃত্যুর কারণকোভিড-১৯
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানএক ছেলে ও এক মেয়ে

মাহবুবুর রহমান ভূঁইয়া (১৯৫০–২৭ এপ্রিল ২০২১) বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৪৬ সালে বরুড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। [১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মাহবুবুর রহমান ১৯৫০ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার এক ছেলে ও এক মেয়ে।[২]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

মাহবুবুর রহমান ১৯৬২ সালে অষ্টম শ্রেণীতে পড়াকালীন হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।[২]

মাহবুবুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] পরে পুনরায় বিএনপিতে ফিরে আসেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

মাহবুবুর রহমান ভূঁইয়া ২৭ এপ্রিল ২০২১ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "করোনায় প্রাণ গেল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের"দৈনিক যুগান্তর। ২৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  3. "করোনায় কুমিল্লার সাবেক এমপি মাহবুবুর রহমানের মৃত্যু"দৈনিক দেশ রূপান্তর। ২৮ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১