মানুয়েল লোকাতেল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানুয়েল লোকাতেল্লি
FC Zenit Saint Petersburg vs. Juventus, 20 October 2021 34 (Manuel Locatelli).jpg
২০২১ সালে লোকাতেল্লি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মানুয়েল লোকাতেল্লি
জন্ম (1998-01-08) ৮ জানুয়ারি ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান লেক্কো, ইতালি
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাসসুওলো
জার্সি নম্বর ৭৩
যুব পর্যায়
২০০৭–২০০৯ আতালান্তা
২০০৯–২০১৬ এসি মিলান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৯ এসি মিলান ৪৮ (২)
২০১৮–২০১৯সাসসুওলো (ধার) ২৯ (২)
২০১৯– সাসসুওলো ৬৭ (৪)
জাতীয় দল
২০১৩ ইতালি অনূর্ধ্ব-১৫ (০)
২০১৪ ইতালি অনূর্ধ্ব-১৬ (০)
২০১৩–২০১৫ ইতালি অনূর্ধ্ব-১৭ ২৫ (১)
২০১৫–২০১৬ ইতালি অনূর্ধ্ব-১৯ ১৬ (১)
২০১৭–২০১৯ ইতালি অনূর্ধ্ব-২১ ২৩ (২)
২০২০– ইতালি ১৪ (৩)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:১৬, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৬, ১২ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মানুয়েল লোকাতেল্লি (ইতালীয়: Manuel Locatelli; জন্ম: ৮ জানুয়ারি ১৯৯৮) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব সাসসুওলো এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১৩ সালে, লোকাতেল্লি ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[১] প্রায় ৭ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি রোবের্তো মানচিনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।[২] দলগতভাবে, লোকাতেল্লি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি এসি মিলানের হয়ে এবং ১টি ইতালির হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মানুয়েল লোকাতেল্লি ১৯৯৮ সালের ৮ই জানুয়ারি তারিখে ইতালির লেক্কোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Finale Europeo Under 19, Francia-Italia 4-0: Augustin, Blas, Tousart e Diop"। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৬ 
  2. "Italy 1–1 England, aet (3–2 on pens): Donnarumma the hero as Azzurri win EURO 2020!" [ইতালি ১–১ ইংল্যান্ড, অতিরিক্ত সময় (পেনাল্টিতে ৩–২): আজ্জুরিদের ইউরো ২০২০-এর নায়ক দন্নারুম্মা!]। UEFA.com (ইংরেজি ভাষায়)। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]