মাগ্নেস (পৌরাণিক চরিত্র)
অবয়ব
গ্রিক পুরাণে, মাগ্নেস ছিল দুইজন লোকের নাম।
- মাগ্নেস ছিল জিউস ও দেউকালিয়নকন্যা থায়ইয়ার পুত্র এবং মাকেদ্নসের ভাই। সে একজন অজ্ঞাতনামা নাইয়াদকে বিয়ে করে এবং তার গর্ভে মাগ্নেসের ঔরসে দিক্তিস, পলিদেক্তেস, পিয়েরুস ও এইয়োনেউসের জন্ম হয়। পরবর্তীতে সেই অজ্ঞাতনামা নাইয়াদ দিক্তিস ও পলিদেক্তেসকে নিয়ে সেরিফস দ্বীপে গিয়ে থাকা শুরু করল।
- মাগ্নেস ছিল পেনেলোপের একজন পাণিপ্রার্থী। অদেসেউস ট্রয় যুদ্ধ থেকে ফিরে এসে পেনেলোপের সকল পাণিপ্রার্থীর ন্যায় তাকেও হত্যা করে।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |