পিয়েরুস
গ্রিক পুরাণে, পিয়েরুস ছিল দুইজন ব্যক্তির নাম।
- পিয়েরুস ছিল মাকেদ্নসের পুত্র। সে ছিল পিয়েরিদেস নামক নয়জন কন্যার পিতা। পিয়েরিদেস নামক এই কন্যারা মিউজ দেবীদের সাথে এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং তারা হেরে গেলে মিউজেরা তাদের একেকটি পাখিতে পরিণত করে।
- পিয়েরুস ছিল দিক্তিস ও পলিদেক্তেসের ভাই এবং মাগ্নেসের পুত্র। সে ছিল মিউজ ক্লিও এর প্রেমিক ও হাইয়াকিন্থ ও রাগুস এর পিতা।
![]() |
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |