মাইকেল বে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল বে

মাইকেল বেঞ্জামিন বে (জন্ম: ১৭ই ফেব্রুয়ারি, ১৯৬৫) মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। বে বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি নির্মাণ করেছেন। তবে সমালোচকদের কাছে তার করা ছবিগুলো অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক রিভিউ পেয়েছে। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ট্রান্সফর্মার্স, আর্মাগেডন, দ্য রক, পার্ল হারবার, ব্যাড বয়েস এবং ব্যাড বয়েস ২। এছাড়া বে লস এঞ্জেলেসের মিউজিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান "প্রোপাগান্ডা ফিল্মস"-এর অন্যতম সদস্য।

পরিচালিত চলচ্চিত্রসমূহ[সম্পাদনা]

শেষের বন্ধনীর ভেতর রটেন টম্যাটোস রেটিং উল্লেখ করা হয়েছে।

  • Bad Boys (১৯৯৫) (৪৩%)
  • The Rock (১৯৯৬) (৬২%)
  • Armageddon (১৯৯৮) (৪০%)
  • পার্ল হার্বার (২০০১) (২৪%)
  • Bad Boys II (২০০৩) (২৪%)
  • The Island (২০০৫) (৪০%)
  • Transformers (২০০৭) (৫৭%)

বহিঃসংযোগ[সম্পাদনা]