বিষয়বস্তুতে চলুন

মহুয়া মুখোপাধ্যায় (লেখক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ড. মহুয়া মুখার্জি (জন্ম আগস্ট ১৯৫২) একজন সামাজিক কর্মী এবং কলকাতা, পশ্চিমবঙ্গের একজন লেখক। তার কৃতিত্বের মধ্যে রয়েছে সামাজিক সক্রিয়তা লেখালেখি তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম তৈরি শিল্পকলা থিয়েটারের কাজ এবং ভারতের উপজাতিদের নিয়ে আর্থ-সামাজিক গবেষণা। তিনি বেসরকারি সংস্থা সংযোগ অডিও ভিজ্যুয়াল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা।

প্রারম্ভিক এবং ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি কলকাতার গোখলে মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেন। তিনি ১৯৭৪ সালে অলোক মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

বিয়ের পর তিনি হোটেল ওবেরয় গ্র্যান্ড-কলকাতায় অভ্যন্তরীণ ডেকোরেটর হিসেবে ফ্রিল্যান্স চাকরি নেন। তিনি সেন্ট টমাস কিডারপুরে শিল্প শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি শিশুদের জন্য বাড়িতে একটি আর্ট স্কুল চালু করেছিলেন, যার নাম ছিল রেখায় চোঁদে। তিনি আর্ট স্কুলকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে একত্রিত করেন, যার নাম "রেকাহে" (পেইন্টিংয়ের জন্য) এবং "চন্ডে" (নাচের জন্য)। তিনি কলকাতায় "রূপকথা" নামে একটি 'নৃত্যনাট্য দল'ও তৈরি করেন।

তিনি ইউনিসেফ, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, উইল্ড, এআইআইপিএইচ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্ডিয়া-কানাডা এনজিও ফ্যাসিলিটি (আই. সি. ই. এফ) এর সাথে যৌথভাবে প্রকল্পগুলির মাধ্যমে সামাজিক কাজ শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গ নগর ও গ্রামীণ এলাকায়। তিনি উপজাতি জীবনের প্রতি আগ্রহ গড়ে তোলেন এবং গ্রামীণ বাংলা ও সংলগ্ন অঞ্চলের উপজাতিদের কল্যাণে আন্দোলনে যোগ দেন।

তিনি সাংবাদিকতায়ও কাজ শুরু করেন এবং উল্টো রথ, শানন্দ, আনন্দবাজার পত্রিকা, বার্তামন এবং আজকালের মতো পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মুখার্জির লেখা বইগুলির মধ্যে রয়েছে লাল মাটি শাল বন, গোহিন মানুষ হে চান্দোই বিরহর এবং পরবর্তী সহস্রাব্দের দিকে বিরহর।

প্রকাশনা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Bharatram, Kumudha (এপ্রিল ৯, ২০১১)। "Dance of the ancients"The Hindu। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 
  • Alom, Zahangir (মার্চ ২৫, ২০১২)। "Presentation of Navarasa through dance"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 
  • Islam, Aminul (মার্চ ৩০, ২০১২)। "Entranced audience"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 
  • Sinha, Vinayak (জানুয়ারি ৭, ২০০২)। "Ghazals captivate scientists"The Times of India। জানুয়ারি ৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 
  • "Mahua Mukherjee"। Art India (a joint venture of Art India Foundation and Sudhir Gandotra's Indserve Infotech Pvt. Ltd.)। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 
  • O'Shea, Janet (২০০৭)। At Home in the World: Bharata Natyam on the Global Stage। Wesleyan University Press। পৃষ্ঠা 188। আইএসবিএন 9780819568373। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২  আইএসবিএন ০৮১৯৫৬৮৩৭৬
  • Sundaresan, P.N. (১৯৯৪)। "Sruti"Issues 112-113। Sruti। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২ 

আরও পড়া

[সম্পাদনা]
  • (Correspondent) Chakraborty, Sumit (photography)। "The great revivalist"। The Good News Chronicle। সংগ্রহের তারিখ মে ১৬, ২০১২