মহম্মদ আমিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহম্মদ আমিন
সাধারণ সম্পাদক, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র
কাজের মেয়াদ
২৭শে মে, ২০০৭ – ২১শে মার্চ, ২০১০
পূর্বসূরীচিত্তব্রত মজুমদার
উত্তরসূরীতপন কুমার সেন
পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৭০ – মার্চ ১৯৭০
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৮২
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
শ্রম মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৬
বিধায়ক, টিটাগড় বিধানসভা কেন্দ্র
কাজের মেয়াদ
১৯৬৯ – ১৯৭২
পূর্বসূরীকৃষ্ণকুমার শুক্লা
উত্তরসূরীকৃষ্ণকুমার শুক্লা
কাজের মেয়াদ
১৯৭২ – ১৯৭৭
পূর্বসূরীকৃষ্ণকুমার শুক্লা
উত্তরসূরীগঙ্গাপ্রসাদ শা
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৮২
পূর্বসূরীকৃষ্ণকুমার শুক্লা
উত্তরসূরীগঙ্গাপ্রসাদ শা
বিধায়ক,গার্ডেনরিচ বিধানসভা কেন্দ্র
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
পূর্বসূরীফজল আজিম মোল্লা
উত্তরসূরীনিজে
কাজের মেয়াদ
২০০১ – ২০০৬
পূর্বসূরীনিজে
উত্তরসূরীআব্দেল খালেক মোল্লা
সাংসদ রাজ্যসভা পশ্চিমবঙ্গ[১]
কাজের মেয়াদ
১৯৮৮-১৯৯৪,২০০৭ – আগস্ট ২০১১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৮
শিবপুর, বাংলা, ব্রিটিশ ভারত
মৃত্যু১২ই ফেব্রুয়ারি, ২০১৮
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ১৯৬৪ থেকে
বাসস্থানবরাহনগর

মহম্মদ আমিন (জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮- ১২ই ফেব্রুয়ারি, ২০১৮) ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)র একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি দলের শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সভাপতি এবং সম্পাদক দুই পদেই দায়িত্ব সামলেছেন। মহম্মদ আমিন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিতও হয়েছিলেন। তিনি বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারএর বিভিন্ন দপ্তরের মন্ত্রীও হয়েছেন।

প্রথম জীবন[সম্পাদনা]

মহম্মদ আমিন ১৯২৮ সালের শিবপুরের এক উর্দুভাষী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদু আব্দুর রেহমান করাচি থেকে এসে শিবপুরে বসবাস শুরু করেন। মহম্মদ আমিনের কোনো প্রথাগত শিক্ষা ছিল না। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধএর সময় তিনি একটি পাটকলে কাজ শুরু করেন, তখন কলকাতায় নিয়মিত বোমাবর্ষণ হতো। একটি নৈশ বিদ্যালয় থেকে মহম্মদ আমিন কিছুটা ইংরেজি শিক্ষা লাভ করেন। সেই সময় তিনি বাংলা পাটকল মজদুর ইউনিয়নের সদস্য হন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর তিনি পাটকলের কাজ ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রাজনীতিতে প্রবেশ[সম্পাদনা]

১৯৪৬ সালে ১৮ বছর বয়সে মহম্মদ আমিন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৪৬ থেকে স্বাধীনতা পর্যন্ত কলকাতার দাঙ্গা আমিনের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল।

মৃত্যু[সম্পাদনা]

২০১৮ সালের ১২ই ফেব্রুয়ারি মহম্মদ ৮৯ বছরে কলকাতায় নিজের বাড়িতে মহম্মদ আমিন মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952"। ২০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৩ 
  2. CHATTOPADHYAY, SUHRID SANKAR। "Labour's loss"Frontline