ময়মনসিংহ থিয়েটার বোমা হামলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ থিয়েটার বোমা হামলা
স্থানময়মনসিংহ, বাংলাদেশ
তারিখ৬ ডিসেম্বর, ২০০২ (UTC+06:00)
লক্ষ্যথিয়েটারে থাকা চলচ্চিত্র দর্শক
হামলার ধরনবোমা
নিহত২৭
আহত২০০+
হামলাকারী দলজামাত-উল-মুজাহিদীন

ময়মনসিংহ থিয়েটার বোমা হামলা ছিলো চারটি ভিন্ন সিনেমা থিয়েটারে একটি সমন্বিত বোমা হামলা যা ২০০২ সালের ডিসেম্বরে বাংলাদেশের ময়মনসিংহ জেলাশহরে সংগঠিত হয়। এতে ২৭ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছিলো।[১] এই বোমা হামলাটি চালিয়েছিল জামাত-উল-মুজাহিদীন নামক ধর্মীয় জঙ্গিগোষ্ঠী।[২]

পটভূমি[সম্পাদনা]

বাংলাদেশের সাতক্ষীরায় একটি সার্কাস ও সিনেমা হলে বোমা হামলার দু'মাস পরে এই আক্রমণটি হয়। অপরাধ দমন বিরোধী অভিযান অপারেশন ক্লিন হার্ট চলাকালে এই হামলা হয়েছিল। অপারেশন কাজে জড়িত সৈন্যরা পরে উদ্ধার ও প্রাথমিক চিকিত্সার কাজে জড়িত হয়। বিস্ফোরণের পরে বাংলাদেশের গাইবান্ধায় একটি বোমা পাওয়া যায়।

আক্রমণ[সম্পাদনা]

ঈদের ছুটির পরে এই হামলাগুলো হয়েছিল, হামলাগুলোর লক্ষ্য ছিলো দর্শকপূর্ণ চলচ্চিত্র প্রেক্ষাগৃহ (সিনেমা হল)। ২০০২ সালের ৬ ডিসেম্বরে চারটি ভিন্ন প্রেক্ষাগৃহে এক সাথে চারটি বোমা বিস্ফোরণ হয়।[৩]

বিচার[সম্পাদনা]

২০০৭ সালে, বাংলাদেশ পুলিশ এই অপরাধে তিনজনকে অভিযুক্ত করে। এই সময় তদন্ত থেকে ৪৩ জনের নামও বাদ পড়েছিল যাদের নাম তৎকালীন বিএনপির সরকারে সময় অভিযোগপত্রে যোগ করা হয়েছিল, তারা সেই সময়ের বিরোধী দল বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ও সাংবাদিক ছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের আমলে তাদের এই ৪৩ জনের নাম যুক্ত হয়েছিল বলে দাবি করা হয়।[৪][৫] ২০১৭ সালের তথ্যমতে, এই মামলার কোনও রায় হয়নি এবং ক্ষতিগ্রস্থরা কোনও ক্ষতিপূরণ পাননি।[৬]

প্রতিক্রিয়া[সম্পাদনা]

বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দল আওয়ামীলীগকে দোষ দিয়েছিলেন এই মর্মে যে সরকারকে অস্থিতিশীল করার জন্য এটি ছিল তাদের (আওয়ামী লিগের) একটি পরিকল্পিত আক্রমণ।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ahsan, Shamim। "The Blame Game Goes on"archive.thedailystar.net। Star Magazine। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  2. "First mass attack since 2005"archive.dhakatribune.com। Dhaka Tribune। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  3. "Bombs hit cinemas in Bangladesh"news.bbc.co.uk। BBC NEWS। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  4. "3 JMB operatives charged with Mymensingh cinema blasts"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  5. "3 JMB men charged with Mymensingh cinema blasts"thedailystar.net। The Daily Star। ৯ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  6. Ahmed, Ilias; Correspondent, Mymensingh; bdnews24.com। "Mymensingh cinema hall bombing: No verdict 15 years on"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭ 
  7. "'Students of Madrasa' claim cinema hall blasts"zeenews.india.com। Zee News। ১২ ডিসেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬