মমতা চন্দ্রকর
মমতা চন্দ্রকার পদ্মশ্রী | |
---|---|
![]() মমতা চন্দ্রকার | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মোকশাদা চন্দ্রকার |
পেশা | সহ. পরিচালক ইল ইন্ডিয়া রেডিও রায়পুরে আকাশবাণী, প্লেব্যাক গায়িকা, ছত্তিসগড়ী লোক সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ১৯৬৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | প্রেম চন্দ্রকার |
সন্তান | পুরভী চন্দ্রকার |
পিতা-মাতা | দাউ মহাসিং চন্দ্রকার (বাবা) গায়েবি চন্দ্রকার (মা) |
আত্মীয় | ড. বি.এল.চন্দ্রকার (ভাই) প্রমিলা চন্দ্রকার (বোন) |
সম্মাননা |
মমতা চন্দ্রকার (জন্ম ৩রা ডিসেম্বর ১৯৫৮) ছত্তিসগড়ের একজন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী লোকসংগীত শিল্পী।[২] তাকে ছত্তিসগড়ের নাইটএ্যাঙ্গেল বলা হয়ে থাকে।[৩][৪] মমতা চন্দ্রকার ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৫] মমতা ১০ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন এবং ১৯৭৭ সালে আকাশবাণী কেন্দ্র রায়পুর থেকে লোকসংগীতকে পেশা হিসেবে শুরু করেন। ২০১৬ সালে তিনি তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন, এছাড়াও তিনি বেশ কয়েকটি রাজ্যভিত্তিক পুরস্কারও লাভ করেছেন। তার স্বামী প্রেম চন্দ্রকার ছলিউডের একজন চলচ্চিত্র প্রযোজক।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মমতা চন্দ্রকার ১৯৫৮ সালে দাউ মহাসিংয়ের ঘরে জন্মগ্রহণ করেন, যার নিজেরও লোকসঙ্গীত বিষয়ে গভীর জ্ঞান ছিল।[৬] সে সময় যখন বলিউড সঙ্গীত স্থানীয় লোকসঙ্গীতকে প্রভাবিত করছিলো, তখন তিনি ১৯৭৪ সালে "সোনহা-বিহান" নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। সোনহা-বিহানের লক্ষ্য ছিল লোকজনের হৃদয়ে ও মনে লোকসঙ্গীতকে বাচিয়ে রাখা। এই উদ্দ্যেশ্যে সোনহা-বিহান ১৯৭৪ সালের মার্চে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের সামনে সঙ্গীত পরিবেশনা করে। পরবর্তীতে দাউ মহাসিং লোকসঙ্গীতের প্রচারে তার সারাজীবন উৎসর্গ করে। মমতা চন্দ্রকার সঙ্গীতের প্রাথমিক দীক্ষা তার বাবার কাছ থেকে পান। এরপর তিনি সঙ্গীত নিয়ে আরও পড়াশোনার জন্য ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৬ সালে তিনি ছালিউডের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক প্রেম চন্দ্রকারকে বিয়ে করেন। ১৯৮৮ সালপ তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়।[৪]
পুরস্কার
[সম্পাদনা]- ২০১৮ ছত্তিশগড় বিভূতি অলঙ্করণ[৭]
- ২০১৬ পদ্মশ্রী পুরস্কার[৮]
- ২০১৩ ছত্তিশগড় রত্ন [৯]
- ২০১২ দাউ দুলার সিং মান্দ্রজি সম্মাননা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mamta Chandrakar gets Honours from the Govt. Culture Dept. of Chhattisgarh"। ২৬ জানু ২০১৬। ১৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Mamta Chandrakar"। cgkhabar। ২৬ জানু ২০১৬। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৬।
- ↑ "The PADMA ACHIEVERS 2016"। books.google.co.in। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- ↑ ক খ "Mamtha Chandrakar"। veethi.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- ↑ "TOP FEMALE FOLK SINGERS OF INDIA"। wegotguru.com। ২০২০-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- ↑ "Smt. Mamta Chandrakar – Folk Singer" (পিডিএফ)। CEO Chhattisgarh। ১০ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Chhattisgarh Vibhuti Alankaran"। CG News। ২০১৮।
- ↑ "Padma Shri Award to Mamta Chandrakar"। Jagran। ২৫ জানু ২০১৬।
- ↑ "Chhattisgarh Ratna"। Facebook। ২০ ডিসে ২০১৩।
- জীবিত ব্যক্তি
- ১৯৫৮-এ জন্ম
- শিল্পকলায় পদ্মশ্রী প্রাপক
- ভারতীয় লোক গায়িকা
- ২০শ শতাব্দীর ভারতীয় গায়িকা
- ২০শ শতাব্দীর ভারতীয় সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় গায়িকা
- ছত্তিশগড়ের সঙ্গীতশিল্পী
- ভারতীয় লোক গায়ক
- ছত্তিশগড়ের ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় গায়ক
- ছত্তিশগড় বিধানসভার সদস্য ২০১৮-২০২৩
- সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপক
- ছত্তিশগড়ের নারী সঙ্গীতজ্ঞ