বিষয়বস্তুতে চলুন

মফিজুল ইসলাম খান কামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মফিজুল ইসলাম খান কামাল
ঢাকা-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ১৫ আগস্ট ১৯৭৫
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীনিজাম উদ্দীন খান
ব্যক্তিগত বিবরণ
জন্মমানিকগঞ্জ জেলা
রাজনৈতিক দলগণফোরাম
বাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসুলতানা কামাল

মফিজুল ইসলাম খান কামাল বাংলাদেশের মানিকগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি তৎকালীন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মফিজুল ইসলাম খান কামাল মানিকগঞ্জ জেলা জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মৃত সুলতানা কামাল মুক্তিযোদ্ধা ছিলেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মফিজুল ইসলাম খান কামাল ১৯৬৩ সালে ছাত্রলীগের বৃহত্তর ঢাকা জেলার সহসভাপতি ছিলেন। ১৯৬৮ সালে মানিকগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[] ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে মুজিব বাহিনীর তৎকালীন মানিকগঞ্জ মহকুমা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মানিকগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

১৯৯২ কামাল হোসেন গণফোরাম গঠন করলে তিনি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ১৭ ফেব্রুয়ারি ২০১৮ সালে সাংবাদিক সম্মেলন করে দল ত্যাগ করলেও পরে দলে ফেরেন।[][]

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে পরাজিত হয়ে ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  2. মানিকগঞ্জ প্রতিনিধি (১৮ ফেব্রুয়ারি ২০১৮)। "দল ছাড়লেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী সভাপতি"দৈনিক যুগান্তর। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  3. "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাঃ মানিকগঞ্জ জেলার গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  4. "গণফোরাম ছাড়লেন মফিজুল ইসলাম খান কামাল"ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৮। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  5. "মফিজুল ইসলাম খান কামাল, আসন নং: ১৭০, মানিকগঞ্জ-৩"দৈনিক প্রথম আলো। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০