মনোরঞ্জন কালিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মনোরঞ্জন কালিয়া ভারতের পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির আইনসভা দলের নেতা এবং আকালী দল-বিজেপি সরকারে মন্ত্রিপরিষদে ছিলেন। তাঁর বাসস্থান জলন্ধর সিটিতে। তিনি জলন্ধর সেন্ট্রাল আসনের হয়ে বিধায়ক হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মনোরঞ্জন কালিয়া মূলত আইনজীবী, পরে রাজনীতিতে যোগ দেন। পূর্বের পাঞ্জাবের আওয়ামী-বিজেপি সরকারে মনোরঞ্জন কালিয়ার মন্ত্রীর মর্যাদা ছিল এবং তিনি সরকারে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছিলেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PB: Manoranjan Kalia elected BJP legislature party leader"Headlines India। ২০০৭-০২-২৮। ২০১১-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]