মনসুর আল-মুস্তানসির বিল্লাহ
আবু জাফর মনসুর আল মুস্তানসির বিল্লাহ | |||||
---|---|---|---|---|---|
৩৬ তম আব্বাসীয় খলিফা | |||||
![]() মুসতানসিরিয়া মাদ্রাসা হলো খলিফা মুস্তানসির বিল্লাহর অর্জনগুলোর একটি। | |||||
১২২৬–১২৪২ খ্রি. | |||||
রাজ্যাভিষেক | ১২২৬ | ||||
পূরবর্তী খলিফা | আল জহির বি আমরিল্লাহ | ||||
পরবর্তী খলিফা | আল মুস্তাসিম বিল্লাহ | ||||
জন্ম | ১১৯২ খ্রিস্টাব্দ, বাগদাদ, আব্বাসীয় খিলাফত | ||||
মৃত্যু | ১২৪৩ খ্রিস্টাব্দ, বাগদাদ, ইরাক | ||||
| |||||
রাজবংশ | আব্বাসীয় খিলাফত | ||||
পিতা | আল জহির বি আমরিল্লাহ | ||||
ধর্ম | ইসলাম (সুন্নি) |
আবু জাফর "আল-মুস্তানসির বিল্লাহ" মনসুর বিন মুহাম্মদ আল-জাহের ( ১১৯২–১২৪৩ খ্রি. ) ছিলেন একজন আব্বাসীয় খলিফা, যিনি ১২২৬ থেকে ১২৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাগদাদ শাসন করেছিলেন। তিনি আল জাহির বি-আমরিল্লাহর বড় পুত্র এবং আল-নাসের লি দীনিল্লাহর আল্লাহর নাতি ছিলেন এবং তার উত্তরসূরি ক্ষমতাসীন ছিলেন আল- মুস্তাসিম বিল্লাহ। তিনি আল-মুস্তানসিরিয়া স্কুল নির্মাণ করেন। [১]
আল-মুস্তানসির ৫৮৮ হিজরিতে এক তুর্কি দাসীর ঘরে জন্মগ্রহণ করেন। তার দাদা নাসের প্রচণ্ড বুদ্ধিমত্তা ও জ্ঞানসুলভার কারণে তাকে আল–কাজি বলে ডাকত। ৬২৩ হিজরিতে তার পিতার মৃত্যুর পর তাকে বাগদাদে খিলাফতের হস্তান্তর করা হয়। তিনি জ্ঞান এবং ধর্মের লোক এবং তৎসংশ্লিষ্ট বিষয়াদিকে সম্মানিত করতেন। তিনি মসজিদ, স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং খিলাফত রক্ষা করার জন্য সেনাবাহিনী সংগ্রহের জন্য ব্যাপক কাজ করেছেন। তিনি বাগদাদের পূর্বে দজলা নদীর তীরে মুস্তানসিরিয়া মাদ্রাসা তৈরি করেন।[২] তবে আব্বাসিরা তার এসব কাজ পছন্দ করেনি। তখন তার সেনাপতি ছিলেন তার ভাই আল-খাফাজি।
মৃত্যু
[সম্পাদনা]খলিফা আল-মুস্তানসির বিল্লাহ ৬৪০ হিজরি সালের জুমাদাল আখিরার দশ তারিখে বাগদাদে ইন্তেকাল করেন।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ نبذات الوصل لذرية أمير المؤمنين الخليفة أبي جعفر منصور المستنصربالله العباسي (পিডিএফ)। دار ركابي للنشر والتوزيع। ২০২২-০৪-০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ Donald Routledge Hill (১৯৯১), "Arabic Mechanical Engineering: Survey of the Historical Sources", Arabic Sciences and Philosophy: A Historical Journal, Cambridge University Press, ১: ১৬৭–১৮৬ [১৮0],।
মনসুর আল-মুস্তানসির বিল্লাহ বনু হাশিম এর ক্যাডেট শাখা জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১১৯২ মৃত্যু: ৫ ডিসেম্বর ১২৪২
| ||
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী Az-Zahir |
ইসলামে খলীফা আব্বাসীয় খলিফা ১০ জুলাই ১২২৬ – ৫ ডিসেম্বর ১২৪২ |
উত্তরসূরী আব্দুল্লাহ আল-মুস্তাসিম বিল্লাহ |