মধ্যাঞ্চল ক্রিকেট দল (ভারত)
অবয়ব
মধ্যাঞ্চল ক্রিকেট দল হল একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট দল যা ভারতের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। মূলত দিলীপ ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি ও দেওধর ট্রফিতে অংশ নেয়। উত্তরাঞ্চল ভারতের ছয়টি দল নিয়ে এই দলটি গঠিত যারা যথাক্রমে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রেলওয়েজ, রাজস্থান, বিদর্ভ ও ছত্তিশগড়।
৫ বার দিলীপ ট্রফি জিতেছে মধ্যাঞ্চল ক্রিকেট দল।
বর্তমান দল
[সম্পাদনা]- আনন্দ বাইস
- রবিন বিষ্ট
- মুকুল দাগর
- ফাইজ ফজল
- অরিন্দম ঘোষ
- অর্জিত গুপ্তা
- অভিষেক কৌশিক
- অক্ষদীপ নাথ
- সলভ শ্রীবাস্তব
- পীযূষ চাওলা
- অশোক মেনারিয়া
- জলজ সাক্সেনা
- কর্ণ শর্মা
- নমন ওঝা
- মহেশ রাওয়াত
- জিতেশ শর্মা
- স্বপ্নীল বন্দিওয়ার
- অমিত মিশ্র
- ঈশ্বর পাণ্ডে
- পঙ্কজ সিং
- অনুরিত সিং
- কুলদীপ যাদব
বিখ্যাত খেলোয়াড়
[সম্পাদনা]- প্রবীণ আমরে[১]
- মুরলী কার্তিক
- মোহাম্মদ কাইফ
- অময় খুরাসিয়া
- সুরেশ রায়না
- আর. পি. সিং
- প্রবীণ কুমার
- পীযূষ চাওলা
- উমেশ যাদব
- নমন ওঝা
- ভুবনেশ্বর কুমার
- ঈশ্বর পাণ্ডে
- পঙ্কজ সিং
- কুলদীপ যাদব
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pravin Amre"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১।