মধ্যপ্রদেশ কিষাণ মজদুর আদিবাসী ক্রান্তি দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মধ্যপ্রদেশ কিষাণ মজদুর আদিবাসী ক্রান্তি দল (মধ্যপ্রদেশ কৃষক শ্রমিক আদিবাসী বিপ্লবী দল) ভারতের মধ্য প্রদেশের একটি রাজনৈতিক দল । এমপিকেএমএকেডি ২০০১ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল। ২০০৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে, এমপিকেএমএকেডি একটি তৃতীয় ফ্রন্টের অংশ ছিল, যার নাম 'মধ্যপ্রদেশ জন মুক্তি মোর্চা' (মধ্যপ্রদেশ পিপলস লিবারেশন ফ্রন্ট)। এমপিএমকেএকেডির নেতা ডাঃ সুনীলাল।

এমপিকেএমএকেডি কনফেডারেশন অফ ইন্ডিয়ান কমিউনিস্ট এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট- এ অংশগ্রহণ করে।