বিষয়বস্তুতে চলুন

মদিনার যুদ্ধ (১৮১২)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মদিনায় উসমানীয়দের প্রত্যাবর্তন ১৮১২
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ

উসমানীয় শাসনামলের মদিনা
তারিখনভেম্বর ১৮১২
অবস্থান
মদিনা, পশ্চিম আরব
ফলাফল উসমানীয়দের বিজয়
বিবাদমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য প্রথম সৌদি রাষ্ট্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য তুসুন পাশা সৌদ বিন আবদুল আজিজ বিন মুহাম্মদ আল সৌদ
শক্তি
২০,০০০
১৮টি কামান
৩টি মর্টার
১০,০০০[তথ্যসূত্র প্রয়োজন]
হতাহত ও ক্ষয়ক্ষতি
৩০০ মৃত[তথ্যসূত্র প্রয়োজন] ৬০০ মৃত[তথ্যসূত্র প্রয়োজন]

মদিনার যুদ্ধ শীর্ষক এই ঘটনা ১৮১২ সালে সংঘটিত হয়। আল সাফরার যুদ্ধের পর তুসুন পাশার বাহিনী মদিনার আশেপাশের বিদ্রোহী গোত্রগুলোর সাথে বোঝাপড়ায় লিপ্ত হয়। মুহাম্মদ আলি পাশা এসময় মদিনা পুনর্দখলের জন্য আহমেদ আগাকে ১০,০০০ জন সেনা দিয়ে তুসুনের বাহিনীকে সাহায্যের জন্য পাঠান। এই বাহিনী ১৮১২ সালের নভেম্বরে শহর জয় করতে সক্ষম। এতে ৬০০ সৌদি যোদ্ধা নিহত হয়।