বিষয়বস্তুতে চলুন

দিরিয়া অবরোধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিরিয়া অবরোধ
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ

দিরিয়া
তারিখএপ্রিল – ১৫ সেপ্টেম্বর ১৮১৮
অবস্থান
ফলাফল উসমানীয়দের বিজয়
বিবাদমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য প্রথম সৌদি রাষ্ট্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য ইবরাহিম পাশা আবদুল্লাহ বিন সৌদ
শক্তি
৩০,০০০
৩০টি গোলন্দাজ অংশ
৫,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
অজ্ঞাত অজ্ঞাত, তবে সৈনিক ও বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়
দিরিয়া ধ্বংস

দিরিয়া অবরোধ ১৮১৮ সালে উসমানীয়-সৌদি যুদ্ধের শেষপর্যায়ে নজদ অভিযানের সময় সংঘটিত হয়। ইবরাহিম পাশার বাহিনী দিরিয়া পৌছালে আবদুল্লাহ বিন সৌদ দুর্বল সেনাবাহিনী নিয়ে তার রাজধানী রক্ষা করতে থাকেন। কয়েক মাসের অবরোধের পর ৯ সেপ্টেম্বর আবদুল্লাহ বিন সৌদ আত্মসমর্পণ করেন। তাকে বন্দী করে তার কোষাধ্যক্ষ ও সচিবকে সহ কায়রো নিয়ে যাওয়া হয়। পরে আবদুল্লাহকে ইস্তানবুল পাঠানোর পর সেখানে মৃত্যুদন্ড দেয়া হয়। আরব উপদ্বীপের সকল প্রতিপক্ষকে দমন করে ইবরাহিম পাশা কায়রো ফিরে আসেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]