আল সাফরার যুদ্ধ
অবয়ব
আল সাফরার যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
উসমানীয় সাম্রাজ্য | প্রথম সৌদি রাষ্ট্র | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
তুসুন পাশা | সৌদ আল কবির | ||||||
শক্তি | |||||||
৮,০০০ | ১০,০০০ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
৮৪০ নিহত; ৫০ যুদ্ধবন্দী | ৮০০ নিহত |
আল সাফরার যুদ্ধ উসমানীয়-সৌদি যুদ্ধ চলাকালে সংঘটিত হয়। তুসুন পাশার বাহিনী মদিনা পুনরুদ্ধারের জন্য গোলন্দাজ বাহিনী ও সরঞ্জাম নিয়ে সামনে অগ্রসর হলে আল সাফরা উপত্যকায় সৌদ আল কবিরের মুখোমুখি হয়। সৌদের সেনাবাহিনী ২০০ ঘোড়সওয়ার এবং প্রায় ১০,০০০ এর মত লোক নিয়ে সফলভাবে মদিনা প্রতিরোধ করে। তিনদিন লড়াইয়ের পর মিশরীয়রা পিছু হটে ইয়ানবুর ঘাঁটিতে ফিরে যায়।