মণিপুরী ভাষা উৎসব
স্থানীয় নাম | মণিপুরী লন-গি কুম্মেই |
---|---|
তারিখ | ২০০৮[১] |
ঘটনাস্থল | |
অবস্থান | বাংলাদেশ |
অন্যনাম | মণিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব[২] |
ধরন | বার্ষিক উৎসব |
বিষয়বস্তু | মৈতৈ ভাষা |
লক্ষ্য | বাংলাদেশে মৈতৈ ভাষা,[৪] আদিবাসী মৈতৈ লিপি[৫] এবং মৈতৈ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ |
সংগঠক | বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ[৬] |
অংশগ্রহণকারী | মণিপুরী জাতি[৭] |
মণিপুরী ভাষা উৎসব (মৈতৈ ভাষা উৎসব নামেও পরিচিত) একটি বার্ষিক ভাষা উৎসব, যা বাংলাদেশে মণিপুরী মৈতৈ ভাষা, মৈতৈ লিপি এবং মৈতৈ সংস্কৃতির প্রচার ও বিকাশের জন্য নিবেদিত।[৮] অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সমিতি।[৯][১০]
উৎসব কার্যক্রম
[সম্পাদনা]মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতাইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি উদ্বোধনী ভাষণ এবং মণিপুরী ছাত্র ও অতিথিদের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় নিহত ভাষাশহীদদের প্রতি স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন,[৫][১১] সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান এবং একটি সভা অন্তর্ভুক্ত রয়েছে।[৫][১১]
উৎসবে প্রথম থেকে অষ্টম শ্রেণির (ক শাখা) এবং নবম-দশম শ্রেণির (খ শাখা) শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।[১২]
২০২২
[সম্পাদনা]২০২২ সালে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ. কে. শিরাম এবং তেতেইগাঁও রমিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেনা বেগম মণিপুরি ভাষা উৎসবের সূচনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, জাবরাং কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক জাতীয় কমিটির সদস্যরা বিদ্যালয়ে মৈতৈ ভাষা ও সংস্কৃতির চর্চা ও প্রচার নিয়ে আলোচনা করার জন্য একটি সভা ডাকেন।[৫][১১]
২০২৩
[সম্পাদনা]মূল সভায় সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক এ. কে. শিরাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক নমব্রম শঙ্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিং[১৩][১৪] এবং এন. রতন মৈতৈ।[১৫][১৬]
প্রকাশনা
[সম্পাদনা]"মৈরা" উৎসবের স্মারক সংগ্রহের প্রচ্ছদটি মৈতৈ ভাষা উৎসব-২০২৩ এ প্রকাশিত হয়েছিল।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিনিধি, মৌলভীবাজার। "মৌলভীবাজারে মাতৃভাষায় পরীক্ষা দিল শতাধিক মণিপুরি শিক্ষার্থী"। bdnews24। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ ক খ Paul, Jibon (২০২২-০৫-১৪)। "কমলগঞ্জে মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব"। দৈনিক জালালাবাদ (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ ক খ গ "Manipuri language festival : 20th mar16 ~ E-Pao! Headlines"। e-pao.net। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ "মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ ক খ গ ঘ প্রতিনিধি (১৩ মে ২০২২)। "কমলগঞ্জে দিনব্যাপী মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১২।
- ↑ "কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব উদযাপিত"। www.alordesh24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ প্রতিনিধি (১৩ মে ২০২২)। "কমলগঞ্জে দিনব্যাপী মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ "কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত"। www.bangla-times.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১২।
- ↑ "কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালিত"। ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ "নিজস্ব ভাষা সাহিত্যকে যথার্থ চর্চার মাধ্যমেই বাঁচিয়ে রাখা সম্ভব"। সিলেটের ডাক (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ ক খ গ Paul, Jibon (২০২২-০৫-১৪)। "কমলগঞ্জে মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব"। দৈনিক জালালাবাদ | Daily Jalalabad (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১২।
- ↑ "কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত"। www.bangla-times.com। ২০২৩-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ Samachar, সিলেট সমাচার :: Sylhet। "মৌলভীবাজারে মণিপুরি ভাষা উৎসবে মাতৃভাষায় পরীক্ষায়"। Sylhet Samachar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ newseditor (২০২৩-০৩-১০)। "কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব"। Unitednews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ Today 24, Sylhet; প্রতিনিধি, কমলগঞ্জ। "কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালিত"। sylhettoday24.news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।
- ↑ "মৌলভীবাজারে মণিপুরী মাতৃভাষায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল | বাংলা এক্সপ্রেস মিডিয়া | Bangla Express Media" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১।