ভেনজেন্স (২০১১)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভেনজেন্স
ট্যাগলাইনভেনজেন্স ইজ মাইন
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
স্ম্যাকডাউন
তারিখ২৩ অক্টোবর ২০১১ (2011-10-23)
মাঠএটিঅ্যান্ডটি সেন্টার
শহরস্যান অ্যান্টোনিও, টেক্সাস
দর্শক সংখ্যা৮,০০০
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
হেল ইন এ সেল সার্ভাইভার সিরিজ
ভেনজেন্স-এর কালানুক্রমিক
২০০৭ ২০২১

ভেনজেন্স একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড এবং স্ম্যাকডাউনের জন্য প্রযোজনা করেছে।[১] এটি ভেনজেন্স কালানুক্রমিকের অধীনে প্রচারিত অষ্টম অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০১১ সালের ২৩শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওয়ের এটিঅ্যান্ডটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের পর এটি এটিঅ্যান্ডটি সেন্টারে ডাব্লিউডাব্লিউই-এর প্রথম অনুষ্ঠান ছিল।

প্রাক-প্রদর্শনে একটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট নয়টি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে আলবের্তো দেল রিও ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে জন সিনাকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, অসাম ট্রুথ ট্যাগ টিম ম্যাচে ট্রিপল এইচসিএম পাংককে এবং ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে এয়ার বুম ডলফ জিগলারজ্যাক সোয়াগারকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইয়ের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[২][৩] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইয়ের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হয়েছে।[৪]

পটভূমি[সম্পাদনা]

ভেনজেন্স হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। ২০০১ সালের ডিসেম্বর মাসে, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) (যা উক্ত সময়ে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) নামে পরিচিত ছিল) সেই বছর আর্মাগেডনের পরিবর্তে ভেনজেন্স শিরোনামে একটি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) অনুষ্ঠানের আয়োজন করেছিল, কেননা আর্মাগেডন নামটি ১১ সেপ্টেম্বরের হামলার শিকারদের জন্য সম্ভাব্য আক্রমণাত্মক হিসেবে বিবেচিত হয়েছিল।[৫][৬] ২০০২ সালের মে মাসে সংস্থাটি ডাব্লিউডাব্লিউএফ থেকে ডাব্লিউডাব্লিউইতে নামকরণের পর সংস্থাটি ঘোষণা করেছিল যে ভেনজেন্স পুনরায় আয়োজন করা হবে;[৭] তবে তাদের পিপিভি সময়সূচীর জুলাই মাসে, কেননা আর্মাগেডনকে একই বছরের ডিসেম্বর মাসে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল – এভাবে বার্ষিক অনুষ্ঠান হিসেবে ভেনজেন্স প্রতিষ্ঠিত হয়েছিল, ২০০২ সালের অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউইর অধীনে প্রচারিত প্রথম ভেনজেন্স অনুষ্ঠান ছিল।[৮]

২০১১ সালের এই অনুষ্ঠানটি ভেনজেন্স কালানুক্রমিকের অষ্টম অনুষ্ঠান ছিল, যা ২৩শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওয়ের এটিঅ্যান্ডটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.wwelivetour.com/events/wwe-presents-vengeance
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইয়ের 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  5. "WWE Vengeance history"World Wrestling Entertainment। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৩ 
  6. Martínez, Sebestián (ডিসেম্বর ১১, ২০২০)। "Jim Ross reveals why WWE did not celebrate the 2001 edition of Armageddon"Solo Wrestling। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০২১ 
  7. "World Wrestling Federation Entertainment Drops The "F" To Emphasize the "E" for Entertainment"WWE। ২০০২-০৫-০৬। ২০০৯-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৩ 
  8. "Vengeance (2002) Venue"World Wrestling Entertainment। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:২০১১-এ ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান