ভেড়া মথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Sheep moth
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: লেপিডোপ্টেরা (Lepidoptera)
পরিবার: স্যাটারনিডাই (Saturniidae)
গণ: Hemileuca
Boisduval, 1852
প্রজাতি: H. eglanterina
দ্বিপদী নাম
Hemileuca eglanterina
Boisduval, 1852

ভেড়া মথ বা সাধারণ ভেড়া মথ (হেমিলেউকা এগ্লানটেরিনা) রেশম পতঙ্গের স্যাটারনিডাই পরিবারের সদস্য এবং পশ্চিম উত্তর আমেরিকার স্থানীয় একটি প্রজাতি। প্রজাতিটি প্রধানত ক্যালিফোর্নিয়া রাজ্যের সিয়েরান ক্রেস্টের পশ্চিমে[১] এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পর্বতমালা উপকূলের কাছাকাছি অঞ্চলে দেখা যায়।[২] এটি তিন ধরনের গাছপালা খায়: সিয়ানোথাস, র্যামনাস (কফিবেরি সহ) এবং রোজা[১] সিয়েরা নেভাদার পূর্বে অবস্থিত সেজব্রাশ এলাকায় নুটালের ভেড়ার মথ এবং অন্য একটি প্রজাতি দেখতে প্রায় একই রকম।[১] ১৮৫২ সালে জিন ব্যাপটিস্ট বোইসডুভাল এই প্রজাতিটি প্রথম বর্ণনা করেছিলেন[৩]

ভেড়ার মথের ডানা ৫.৫-৮.৫ সেন্টিমিটার এবং এদের দেহ তুলনামূলকভাবে সরু। এর সামনের ডানা গোলাপী এবং মাঝখানে হলুদ বর্ণের এবং পিছনের ডানাগুলি হলুদাভ, যাদের মধ্যে কালো দাগ আছে।[১] শূককীট কালো রঙের শাখাযুক্ত এবং হলুদাভ কাঁটাযুক্ত। পরবর্তীতে তা কমলা রঙের হয়ে যায় এবং মাথা কমলা-বাদামী রঙের হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jerry A. Powell, Charles L. Hogue (১৯৮১)। California Insects। University of California Press। পৃষ্ঠা 230। আইএসবিএন 9780520037823 
  2. Michael L. Charters (মে ১৮, ২০০৯)। "Common sheep moth"Butterflies and Moths of Southern California। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১০ 
  3. Savela, Markku। "Hemileuca eglanterina (Boisduval, 1852)"Lepidoptera and Some Other Life Forms। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৮