ভিরগা
আবহাওয়া |
---|
প্রকৃতি বিষয়ক ধারাবাহিকের অংশ |
ঋতু |
ক্রান্তীয় মৌসুম |
ঝড়সমূহ |
বারিপাত |
বিষয় |
আবহাওয়া প্রবেশদ্বার |
আবহাওয়াবিদ্যাতে, ভিরগা এমন একধরণের বৃষ্টিপাত যা মেঘ থেকে মাটিতে পৌঁছানোর আগেই আবার বাষ্পে পরিণত হয়।[১]
অনেক উপরে মেঘ থেকে প্রথমে বরফ বা ক্রিস্টাল আকারে ঝরে পড়ে তরল হয়ে এবং সর্বশেষে অতিরিক্ত তাপ ও চাপের প্রভাবে বাষ্পীভূত হয়ে যায়। এটি মরুভূমি এবং নাতিশীতোষ্ণ জলবায়ুতে বেশি দেখা যায়।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]শব্দটি ল্যাটিন virga যার অর্থ 'রড বা দণ্ড, স্প্রিগ, স্টাফ, ব্রাঞ্চ (শাখা), শুট (ছোড়া), টুইগ (ডালপালা), স্প্রে, সুইচ, গ্রাফ্ট' ইত্যাদি থেকে এসেছে।
পৃথিবীর বাইরে
[সম্পাদনা]শুক্রের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি ভূপৃষ্ঠের উচ্চ তাপমাত্রার কারণে, মাটিতে পৌঁছানোর আগেই বাষ্পীভূত হয়ে যায়। [২] একইভাবে, ভিরগা বৃহস্পতির মতো গ্যাস জায়ান্ট(অনু. দৈত্য) গ্রহগুলোতেও ঘটে থাকে। ২০০৮ সালের সেপ্টেম্বরে, নাসা-এর ফিনিক্স ল্যান্ডার মঙ্গলগ্রহের মেঘ থেকে মাটিতে পড়তে থাকা ভিরগার বরফ খণ্ড আবিষ্কার করে। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্লোসারি অফ মেটাবলিজম"। অ্যামেরিকান আবহাওয়া সমাজ। ২০০০। আইএসবিএন 1-878220-34-9। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Planet Venus: Earth's 'evil twin'"। BBC News। ৭ নভেম্বর ২০০৫।
- ↑ "NASA Mars Lander Sees Falling Snow, Soil Data Suggest Liquid Past"। ২০০৮-০৯-২৯। ২০১২-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৩।