ভাস্কো স্পোর্টস ক্লাব
পূর্ণ নাম | এনআরবি ভাস্কো স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫১ | ||
মালিক | এনআরবি গ্রুপ | ||
সভাপতি | মারিও লেইতাও | ||
ম্যানেজার | সুব্রত ভট্টাচার্য | ||
লিগ | আই-লিগ দ্বিতীয় ডিভিশন | ||
২০১৩ | আই-লিগ দ্বিতীয় ডিভিশন, ৩য় | ||
| |||
এনআরবি ভাস্কো স্পোর্টস ক্লাব ভারতের গোয়ার একটি ফুটবল দল। দলটি বর্তমানে ভারতীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর আই-লিগ দ্বিতীয় ডিভিশনে খেলছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫১ সালে, গোয়ার ভাস্কো ডা গামা বন্দর শহরের অধিবাসীরা ক্লুব দে দেস্পরতস ভাস্কো ডা গামা (Clube de Desportos Vasco da Gama) নামে একটি ক্লাব গঠন করে।
বিখ্যাত ব্রাজিলীয় ক্লাব ক্লাব ডি রেগাতাস ভাস্কো ডা গামা নামে এর নামকরণ করা হয়, এবং অনুরূপ রং এটি গৃহন করে। বর্তমানের তিলক ময়দান স্টেডিয়ামে খেলোয়াড়গণ অনুশীলন করত। পরবর্তীতে এর কাছাকাছি একটি ক্লাব ঘর নির্মিত হয়েছিল, যা আজও দাঁড়িয়ে আছে।
স্পন্সরশীপ
[সম্পাদনা]ভাস্কো স্পোর্টস ক্লাবের নতুন প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় এনআরবি গ্রুপ এবং দল এখন এনআরবি ভাস্কো হিসাবে পরিচিত হবে। প্রাথমিক চুক্তি এক বছরের হবে বলে এনআরবির ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ বান্দেকার ঘোষণা করে। আশা করা হচ্ছে এটি ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে আই-লীগের জন্য যোগ্যতা অর্জন করতে সাহায্য করবে।
স্টেডিয়াম
[সম্পাদনা]ভাস্কো এসসি তাদের আই-লীগের খেলায় বর্তমানে গোয়ায় মারগাওতে অবস্থিত ফাতোরদা স্টেডিয়াম ব্যবহার করে।
খেলোয়াড়
[সম্পাদনা]বর্তমানে প্রথম দল
[সম্পাদনা]- ২৩ আগস্ট ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vasco Sports Club look to recreate old magic"। OHeraldo.in। ২৪ আগস্ট ২০১৪। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |